Tuesday, March 1, 2016

পরম ইচ্ছা

পরম ইচ্ছা
................. ঋষি
=========================================
আমার ছায়ার নিচে দাঁড়িও না
যদি দাঁড়াতে হয় তবে দাঁড়াও গিয়ে রাস্তায়।
যেখানে জেগে থাকা মানুষের কলরব ২৪ X ৭
যেখানে একটা চিত্কার সবসময় কাজ করে ,
খিদে ,,,এক মুঠো ভাত
আর বাঁচার পরম ইচ্ছায় মাটির শরীর।

আমার শরীরের  রক্তে
পিঁপড়ের মতন যন্ত্রনাদের ছুটোছুটি।
সমস্ত কায়ানাত জুড়ে একটা ইচ্ছা  ,,,,,,বাঁচার মানে
খুঁজছি ,,,খুঁজে চলেছি।
আর পারছি না ,,,,হাঁপিয়ে যাচ্ছি ,,,,পথ চলতে
পারলে আমাকে খুন করো।
শিল্পীর তুলিতে আঁকা কোনো প্রেমের চোখ দিয়ে
কিংবা কোনো জল্লাদের শাণিত অস্ত্রে।
আমাকে বরণ করে নেও
অন্য জন্মে।

আমার ছায়ার নিচে দাঁড়িও না
পারলে আমার শরীরে আধা মফস্বল রেখো না
সব গাছ কেটে  ফেলো।
এখন আর তোমার ছায়ার দরকার নেই
দরকার আগুনের স্বপ্নে বিভোর হয়ে
আরো জ্বলতে ,,,সমস্ত ঘাম ,সমস্ত মিথ্যে পোড়ানো আগুনে।

No comments:

Post a Comment

ইনকমপ্লিট

এই ইনকমপ্লিটনেসের নামই হয়তো জীবন এই ইনকমপ্লিট দুনিয়ায় বেঁচে থাকাটাই জীবন,  যেমন তোমার শরীরের তিলগুলো এক একটা পাখি  যেমন স্বাধীনতার মানে ইদান...