Wednesday, March 2, 2016

ক্ষনিকের সাথে

ক্ষনিকের সাথে
............. ঋষি
=-==============================================
ভিজবো , ভেজাবো এই রাত জানে
বুকের বোতাম খোলা মানে।
স্থবির বণিকের মতন নৌকোর হালে সোহাগ রাখা
ওই দেখা যায় ক্ষণিকা।
ভূমি ,,আলাপ প্রবন  জীবিকা
আর সর্বনাশা ঘুম না থাকা মানে।

ক্ষণিকা তোমাকে বলা যায় না
নিঃশ্বাসটুকু ঢেলে দেও আমি জীবনী লিখে দেবো।
খোলা কলমের নিবে
আমি রক্ত দিয়ে জীবন এঁকে দেবো।
ক্ষণিকা ভালোবাসো তো আমায়
যেমন ভালোবাসা কোনো মন্দিরে ঈশ্বরের শব্দের মতন বাজতে থাকে।
ক্ষণিকা তুমি আসতে থাকো
যেমন আকাশের বাতাসে তোমার নুপুর বাজতে থাকে।
স্থির হয়ে থেমে যেও না আগামী রাত
আমি ক্ষনিকের
তোমার উপস্থিতি।

আবার সকাল হবে
রৌদ্রর প্রখর তেজে ক্ষত অন্ধকার মুছে যাবে।
তুমি থাকবে তো তখন ক্ষণিকা
আলোর মতন ,সময়ের সাথে পথ চলা জীবনে।
আধা ঘুম ভাঙ্গা চোখে
সমস্ত রহস্য মুছে ক্ষণিকা তুমি সকাল হবে।  

No comments:

Post a Comment

ইনকমপ্লিট

এই ইনকমপ্লিটনেসের নামই হয়তো জীবন এই ইনকমপ্লিট দুনিয়ায় বেঁচে থাকাটাই জীবন,  যেমন তোমার শরীরের তিলগুলো এক একটা পাখি  যেমন স্বাধীনতার মানে ইদান...