Wednesday, March 2, 2016

পুরুষের শিল্প

পুরুষের শিল্প
.................. ঋষি
=========================================
নারী তুমি দরজা আঁটা পুরুষের শিল্প
সমস্ত সতেজতা জুড়ে সবুজ ঠোঁট।
চায়ের ঠোঁটে ছ্যাক লাগে
অথচ নারী তোমার ঠোঁটে পুড়ে যাওয়া নোনতা স্বাদ।
বিছানা আগলে ,,,বালিশের গুন
নিস্তেজতা তুমি কোমল হৃদয়।

নারী তুমি বোঝো না
সময়ের পাত্রে উঠে আসা হেমলক তোমার ঠোঁট।
বলতেই পারে অনেকে
সময় বদলেছে এখন নারীবাদী না হলেও চলবে।
কিন্তু তবুও ছুড়ি চলছে
থ্যাতলানো শরীরে মা ,মাসি আর দেশ এক লাইনে।
খোলা বুকের আগুনে সময়ের আঁচ
কোনো মায়া না
জানোয়ারের থাবা ক্রমাগত শরীর গরম করছে।
প্রেম ছাড়া কোনো যান্ত্রিক আগুনে
দেশজ জন্মে থুথু ছেটানো ,,,,আকাশের গায়ে।

প্যান্টের চেনের প্রেমের কাছে নারী তুমি পুরুষের শিল্প
বাহ্যিক আসবাবে ,সাজানো সময়ে তোমার দর।
ঠিক মাংসের বাজারে কিংবদন্তী ,,,যুদ্ধ
যুদ্ধ চলছে দেশজ ভাবনা বনাম নারী শরীর।
মাতাল সময়ের এলোমেলো পা
ক্যামেরা চলছে ,,যেমন শরীর ,মাংস আর পার্বন। 

No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...