Sunday, September 11, 2016

গল্প কবিতা

গল্প কবিতা
............. ঋষি
==================================================
এই কবিতাটি গল্প হতে পারতো
এই শহরের বুকে অনেকগুলো  বেঁচে থাকা নিয়মিত হতে পারতো।
হতে পারতো অনেক কিছু চলন্তিকা
যেমন ধরো আকাশের চাঁদে নিজেদের একটা বাড়ি।
তারপর আরো এগিয়ে সামনে সমুদ্র
তুমি আমি পাশাপাশি দাঁড়িয়ে আজ এই গল্প কবিতায়।


দূর থেকে একটা জাহাজের মাস্তুল দেখা যাচ্ছে
ভাসতে ভাসতে নিয়মিত গন্তব্যে আমি ,তুমি আর সকলেই এগিয়ে।
হঠাৎ একটা দুর্যোগের রাত
শহরের গভীরে ঢুকে যাচ্ছে সমুদ্রের জল।
অবিরাম জাহাজ ভাঙছে
আর তুমি আমি টাইটানিকের শেষ বেঁচে থাকা হৃদস্পন্দন।
বাঁচতে চাইছি নিজেদের ভিতর
আলাদা একটা শহর।
জীবন যেখানে হাইওয়ে ধরে ক্রমাগত যাওয়া আশা
সেখানে আমরা স্থির শান্তি চাইছি।

এই কবিতাটা গল্প হতে পারতো
তবে একটা মুশকিল কি যেন গল্প তো সত্যি নয়।
চলন্তিকা তুমি আমি দাঁড়িয়ে আছি ঠিক এই শহরে
প্রতিটা অন্ধকার রাতে স্কাইস্ক্যাপার ভেদ করে কষ্ট করে দেখা আকাশ।
রোজ মনে হয় দূষিত হচ্ছে
আর আমরা ভয় পাচ্ছি যদি টাইটানিক আবার ডোবে।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...