Saturday, September 3, 2016

আর তারপর

আর তারপর
........... ঋষি
===============================================
কোনো রয়ে থুয়ে হাঁটা নয়
মনের অভীষ্ট কর্নারে প্রেয়সী দাঁড়িয়ে থাকে।
মুখে তার মিষ্টি লিপবাম সং
গান শুনতে ভালো লাগে ,ভীষণ ভালো চুমু
বারংবার লিপস্টিক উঠে গিয়ে যন্ত্রনা ধরা দেই
আরো গভীরে নরম ঠোঁট

আরো একটু প্রকট হয় চলন্তিকা
তোর বুকের আড়ালে যে অন্ধকার স্পটটা সকলেই তিল বলে।
আমি বলি সূর্যগ্রহণ
অথচ যখনি ঠোঁট রাখি সেই ডার্কস্পটে।
মনের সূর্য প্রভাত বালকের মতো খিল খিল করে হাসে
তোকে বলেছি তো চলন্তিকা।
তোকে ছুঁয়ে আমার প্রতিবাদ সকাল আসে
আর তারপর।
এই কবিতা নেমে চলে অসময়ের বৃষ্টির মতো
সময়ের কাঠখড় পেড়িয়ে নিদারুন মুছে যাওয়ায়।

কোনো রয়ে থুয়ে হাঁটা নয়
এবার চলে যাবো চটিতে পা গলিয়ে দরজার বাইরে।
আমি  যতবার না জানিয়ে রেওয়াজ  বাড়িয়েছি চুমুর
ততবার মনের কোনে হারানো পাওয়া গেছে।
ততবার শুধু বাঁচা মেটাতে চলন্তিকার ঠোঁটে
মেকআপ থুপেছে শহরত।

No comments:

Post a Comment

.বৃষ্টির ওপারে

সুতরাং, আমি একটি চুক্তি করেছি বৃষ্টির সাথে যেহেতু আমি অনন্ততায় বিশ্বাস করি না সেহেতু এখনই ভিজবো,  প্রকৃতির চিরস্থায়ী নির্দোষতা এবং আধ্যাত্ম...