Saturday, September 10, 2016

ভাবনায় চলন্তিকা

ভাবনায় চলন্তিকা
............ ঋষি
=================================================
ভেবেছি তোকে অনেকটা চলন্তিকা
কোনো ধীর স্রোতোস্বিনী আলুথালু বেশে।
নিজের দিকে তাকিয়ে দেখেছিস
যে চোখে স্বপ্ন দেখা যায় ,সেই চোখেই বেঁচে থাকা।
বিশ্বাস কর তোর পালসেসনের শেষটুকু
আমি জানি ,,,নিস্তব্ধতা।

বিকেলের বারান্দায়  তোর ম্যানিপ্ল্যান্ট গাছটা আজকাল অপেক্ষা করে
অপক্ষা করে তোর দরজায় লুকোনো ঘুলঘুলি।
কিছুটা তৃষ্ণা মরে বেঁচে থাকে
আর কিছুটা বাঁচা তোর গভীরে আমার স্পর্শ চলন্তিকা।
সেই  ধীর স্রোতোস্বিনী
শিরাউপশিরায় মাটি ভিজিয়ে যায়।
তারপর সেই মাটিতে জীবন ,যাপন ,জনপদ ,নির্ভরতা ,আকুলতা
বাঁচা কোনো রোজকার জীবন।
শহর থেকে গ্রাম ,তারপর একটা মানচিত্র ছড়িয়ে যায় স্পর্শ
সকলের বাঁচার জন্য একটু জমি চায়।

ভেবেছি তোকে অনেকটা চলন্তিকা
কোনো ধীর লয়ে বয়ে চলে ভালো লাগা।
কিংবা তুই তো কবির প্রিয় নারী ,প্রেরণা , ভেসে বেড়ানো ভাবনার
ছোট্ট একটা ডিঙি নৌকো।
ক্রমশ হারাতে থাকে আরো গভীরে ,মিশে যায়
ভালোবাসা কোনো সামুদ্রিক ভিড়ে।

No comments:

Post a Comment

মাংসাশী

. তোমার কোমরের নিচে তিল দেখে  প্রথমেই বোঝা উচিত ছিল আমার তুমিটা শুধু আমার নও , তোমার নবজন্মের আকাশে এক আকাশে এক ঘোর  ঘরের থেকে পরের ঘরে আকাশ...