Monday, July 24, 2017

নিজের কাছে

নিজের কাছে
............. ঋষি
=====================================
নিজের মুহূর্তদের কাছে ফিরতে চাই
কোনো ভারী শব্দ নয়
এই সময় অসময়।

আয়নাভাঙা মেঘেদের ভিড় আকাশে
ঝরতে থাকা কোনো মেঘের শেষে বাড়ি ,অন্য কোনো গলি।
শহর থেকে শহরে বাড়তে থাকা আত্মীয়তা
নিয়তি গর্জন করে
বিদ্যুতের রেশ ধরে শিহরণ খেলে যায় শহর থেকে শহরে।

সংসার আর শাঁখা- সিঁদুর
তোমার জ্বালানো মোমবাতিতে চারিদিকে এত আলো.
দুই মলাটে লোডশেডিঙে
তোমার বাড়ির দরজায় এক হাঁটু জল।
কোলাহল
বাইরে বৃষ্টি অনবরত তোমাকে চাইছে।

ফাঁকা বাস -স্টপ ,প্রেমিকা  -মেঘ , ভুলে হয়ে যায় বানান
এই শহর খুব নিয়মিত ব্যস্ততায় আর এক হাঁটু জল।
এখানে নিয়ম ভাঙা মানে দরজা ভাঙা তুমি
এখানে রাস্তা পারাপার শুধু দরকার কোনো যাপনে।  
কিন্তু তুমি কোথায় ?
বৃষ্টি মাস আর রাঙা মাটির দেশ ,,স্পর্শের দরকার।



No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...