Wednesday, July 19, 2017

দরজা খুলছে

দরজা খুলছে
............. ঋষি
================================================
সময়ের সাথে চুলে পাক
অ্যাকোয়াগার্ডের জলে শুধু কেমন একটা বেঁচে থাকা।
পয়গম্বর সম্বলিত জীবন মানুষের
ঈশ্বর প্রধান সময়ের সাময়িকী আজ পাতায় পাতায় শুধু খবরে।
উদযাপন চাইছে কোয়ালিটি ফেল সমাজ
শুধু কোয়ান্টিটিতে মেতে নিজেদের ফলাও মুখ দেখছে আয়নায়।

নিজেই গড়িয়ে যাই অবাধ্য ছায়াটির পিছনে
মানুষ দৌড়োচ্ছে ভূত সাবাড় কোনো অন্ধকার গলির ওপারে ম্যাজিকের খোঁজ।
আমাদের  ছেড়ে গেছে শান্তি বহুদিন
ডিকশনারির পাতায় ছোটদের শেখানো হচ্ছে শান্তির রিমিকি অ ,আ ,ক ,খ।
অন্ধকারটা নিভিয়ে দিয়ে সুইচ অন করা আলো কিংবা
আলোগুলোও…ব্রেইন ওয়াশ।
উপদ্রুত মগজ ছেড়ে রক্তকণা শিকারে চলেছে কোথাও ধর্ষণ কিংবা বর্ষণে।
খবর আছে ,খবর ছিল খবর থাকবে।
সিগারেটখোর  আমার মতো আঁতেলগুলো শব্দ সাজিয়ে  প্রতিবাদ বুনবে
বুনতে চাইবে মানুষের চোখে প্রেম।
দরজাটা খুলতে চাইবে আলোর
প্রতিবাদ জাগিয়ে নিশঃব্দেরা ছায়ার মতো জেগে উঠবে আশায় ।

সময়ের সাথে চুলে পাকা মানুষেরও
ছয় মিনিট সাত সেকেন্ড বাফারিং শেষে যদি দশ মিনিটে মানুষ জাগানো আশায়।
কলমের নিবে ক্রমশ লাল রক্ত ফোঁটা
মানুষের খুব কাছে ,ঠিক রংটা চিনবে যেমন চিনেছে রেনেসাঁসের আমন্ত্রণ।
এখন অপেক্ষা কোয়ান্টিটি প্রবন মানুষ
কতদিনে কোয়ালিটিতে বিশ্বাস করতে শিখবে। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...