Monday, July 10, 2017

পাহাড়িয়া বাঁশি

পাহাড়িয়া বাঁশি
.......... ঋষি
=======================================
কোনো পাহাড়িয়া গ্রাম
ঢাল ভাঙা কোন  উন্মুক্ত স্রোতের মতো তুমি
স্মৃতি মধুর আখ্যান
কোনো অনুরণ আজও ছুঁয়ে যায় তোমায় নিজেকে পাওয়ার
ছোট পোট্রেটে ফুটে ওঠে মুক্তি বারংবার
কানের কাছে পাহাড়িয়া সুর

মেঘ যখন ঝগড়া করে আকাশের সাথে
ঠিক তেমন তোমার ঝগড়ায় পুরোনো  তুমি।
মেঘ যেমন অভিমানী  বৃষ্টি হয়ে ঝরে মেঘের উপর
ঠিক তেমন তুমিও বর্ষাও হৃদয়ের স্মৃতিঘাতে অভিমানী মেয়ে।
একের পর এক আবরণ
কোনো আদমের প্রেম তোমার শরীর ছুঁয়ে সেই পাহাড়িয়া বাঁশি।
আজও বাজে মনের গভীরে
পাহাড়ের ঢালের মতো চোরাই উতরাই তোমার চোখ ভাঙে আয়নায়।
আর আয়না শুধু তোমায় দেখতে থাকে
তোমাকে জানতে থাকে তোমার অজান্তে কোনো অলিখিত কথন।
আর আমার কবিতায় কোনো যায়না
পোট্রেটে ফোটে তোমার অনবদ্য রূপ।

কোনো পাহাড়িয়া গ্রাম
নির্জন বাতাসের সো সো শব্দ আমাকে ছুঁয়ে।
স্মৃতি কথন যেখানে শেষ হয়
সেখান থেকে আমার কলমের ছুঁয়ে অনুরণ  পাহাড়িয়া বাঁশি।
বাজতে থাকে আনমনে কোনো অভিমানী মেয়ে
এক কথন ,তোমার মতো বৃষ্টি আমি দেখি নি বহুদিন পাহাড়ে। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...