তোমার তুলি
,,,,,,,,,,ঋষি
*******-*****-----**********************
তুমি তুলি ধরেছো
তুলির টানে ফুটে উঠছে ছেলেটার মুখ।
বহুদিন ছেলেটার স্বপ্নের বাড়িতে, বুকেতে এক অজানা তৃষ্ণা
আই সি সি ইউর ভিতর কোমল সুরে ডাকছে এক অজানা পাখি।
তুমি পাখির আকাশে তুলি টানছো, তুমি চেনো তাকে
তার রঙ, নাম, পালক, সেই ছেলেটাকে।
বহুদিন বাদে তোমার আয়নায়
উড়ন্ত শাড়ির আঁচলে, মুঠোফোনের রিংটোনে থেকে ঝরে পড়া গান,
আমি শুনতে পাচ্ছি নির্ঘাত রবিঠাকুর
" তুমি রবে নীরবে হৃদয়ে মম "।
যে ছেলেটার ছবি আঁকছো তার হৃদয়ে স্বপ্ন ঘর, ফুসফুসে জমতে থাকা কালি
অপেক্ষা করে আছি,তোমার আঁকা ছবি দেখার।
যুক্তিতর্ক পেরিয়ে অবশেষে রূপকথার ঢাল বেয়ে নেমে আসছে
শীতল ঢেউ,পাহাড়ী উপত্যকা, নদী ক্রমশ।
ছেলেটার ছবিটা যতদিন শেষ হবেনা, ততদিন সে বেঁচে থাকবে
তারপর.......
তুমি তুলি ধরেছো
তুলির টানে ফুটে উঠছে তোমার চেনা মুখ।
তুমি যতদিন তাকে চিনবে ততদিন সে বেঁচে থাকবে
তোমার তুলির টানে ফুটে ওঠা ছবিটার লোভে।
তোমারও বয়স হবে, স্খলিত তুলি আর রঙ
ছেলেটা অপেক্ষায় তোমার ছবি দেখবে বলে।
No comments:
Post a Comment