শিকড়
,,,,,,,,,,,,ঋষি
----------------------------------------------------
গোপন রাখিনি কিছু
আড়াআড়ি চিরে দিয়ে উন্মুক্ত করে রেখেছি সামনে।
স্বপ্ন, নাকি স্বপ্নের কিনারায় দাঁড়ানো কোন বৃষ্টি দুপুর
বুকের গভীরে লেগে থাকা শিকড়, শুধু মুগ্ধতা।
অনাবৃত মেঘলা আকাশে মাটির গন্ধ
আর সময়ের শিকড় আরো গভীর ক্রমাগত।
দিন কাটে, দিন চলে যায়
সময় নিজের স্নায়ুর সাথে যুধিষ্ঠির, নীরবতা।
যা কিছু বহতা, যা সময়ের স্রোতে গড়িয়ে বাহিরে
পাশাপাশি শুয়ে আছি পবিত্রতা
উপচারবিশারদ হে পূজারী! মেখে নাও একাকার প্রসাদে এবার।
সেই শুরু
শেষ হয়না, কিছুতেই শেষ করা যায় না
শিকড়ের পুজো, মনের একা থাকা,খিদে জীবনের।
গোপন রাখিনি কিছু
শুধু বদলানো কবিতায় শব্দ জড়িয়ে গেছি,যেমন তুমি।
অজস্র বৃষ্টি শাওয়ারের জলে ভিজে যাওয়া সময়
সদ্য স্নান সারা রুপসী কবিতার জলছবি।
অনাবৃত তোমার স্তনে পুজারী প্রেম
শিকড়ের টান,আরো গভীর ক্রমাগত।
No comments:
Post a Comment