ভালবাসি বারংবার
,,,,,,,,,,,,ঋষি
_------------_----------------_----------------
আচমকা সরে দাঁড়ানো দুপুর
সময় তখন ভারাক্রান্ত বিকেলের মুখে মুখ লুকনো।
প্রেম কবিতার বিভ্রম কেটে গেলে মনে হয়, কতদিন পর
আকাশে উড়ে যাচ্ছে ফানুস হৃদয়।
এ শহরে ইস্কাবনের বিবিরা শুধু মাত্র শহুরে
একরাশ পারফিউম গন্ধ মাখা হৃদয়।
মটন কাবাবের মত সুস্বাদু ভুরিভজ
কবিতার পংতির পরে দুদিন গলার শব্দ হারানো নীরবতা।
কবিতার টক ঝাল মিষ্টি আর মুখরো চক স্বভাব
আর প্রেম নিয়মিত এক যন্ত্রনা।
এ হৃদয়, চলন্তিকা কার নাম?
এ হৃদয়, জানতে চাওয়া লুকনো স্বপ্নবাস।
শহরের গতিতে লেগে যাওয়া একা থাকা
ভুল আর ভাঙা বানানে কবিতার আলাপন নীরব বিকেল।
আচমকা সরে দাঁড়ানো দুপুর
কবিতার পাতায় পাতায় নীরব কিছু প্রতীক্ষা।
চলন্তিকা ভাঙাগড়া হ্রদয়ের কিছু কথা তোলা থাক
কিছু নিশ্বাস শুধু সময়ের কবিতায়।
তবু মনে হয় চলন্তিকা নামে কোন সদ্য কিশোরী
আমাকে লিখুক ভালবাসি বারংবার।
No comments:
Post a Comment