অবুঝ শোক
.......... ঋষি
==========================================
শহরের শীতলতায় অবুঝ শোক
কথা ছিল সময়ের পরে দেখা হবে উষ্ণতায়।
কিন্তু সেটা তো আগুন ছিল না
ছিল রঙিন স্বপ্নের কিছু জানতে চাওয়া মুহূর্ত।
কথা ছিল সেখানে শুধু স্বপ্ন বাঁচবে
কিন্তু স্বপ্নগুলো আগুনে পোড়াবার কথা ছিল না।
কথা ছিল
কোনো শীতের রাতে একলা চাঁদের হাত তোর আমার গভীরতায়।
জ্যোৎস্নায় মাখামাখি বুকে লুকোনো কষ্টগুলো
আমরা ভাগাভাগি করবো অচিন সুখে।
কিন্তু সেখান থেকে ফিরে আসার কোনো রাস্তা ছিল না
ছিল না বাঁচার আদলে একলা বাঁচার একা।
ছিল না বুকের কষ্টগুলোর চোখে জলে লুকিয়ে রাখার অধিকার
ছিল অনেকটা প্রশ্রয় আশ্রয়ে ফাঁকে।
কথা ছিল
সময়ের কথকতায় দৃশ্য আর দর্শনের তফাৎ
কিংতু সেখানে তোর আমার তফাৎ ছিল না
ছিল না একলা বাঁচার অধিকার
কারণ সেখানে তো কোনোকিছু একার ছিল না।
শহরের শীতলতায় অবুঝ শোক
কথা ছিল বুকের সময়ের পরে সাথে থাকা চিরতরে।
কিন্তু সেখানে তো দূরে যাওয়ার কথা ছিল না
ছিল না কথা একলা কাঁদার।
কথা ছিল সেখানে শুধু হৃদয় বাঁচবে
কিন্তু হৃদয় ভাঙার কথা সেখানে মোটেও ছিল না।
.......... ঋষি
==========================================
শহরের শীতলতায় অবুঝ শোক
কথা ছিল সময়ের পরে দেখা হবে উষ্ণতায়।
কিন্তু সেটা তো আগুন ছিল না
ছিল রঙিন স্বপ্নের কিছু জানতে চাওয়া মুহূর্ত।
কথা ছিল সেখানে শুধু স্বপ্ন বাঁচবে
কিন্তু স্বপ্নগুলো আগুনে পোড়াবার কথা ছিল না।
কথা ছিল
কোনো শীতের রাতে একলা চাঁদের হাত তোর আমার গভীরতায়।
জ্যোৎস্নায় মাখামাখি বুকে লুকোনো কষ্টগুলো
আমরা ভাগাভাগি করবো অচিন সুখে।
কিন্তু সেখান থেকে ফিরে আসার কোনো রাস্তা ছিল না
ছিল না বাঁচার আদলে একলা বাঁচার একা।
ছিল না বুকের কষ্টগুলোর চোখে জলে লুকিয়ে রাখার অধিকার
ছিল অনেকটা প্রশ্রয় আশ্রয়ে ফাঁকে।
কথা ছিল
সময়ের কথকতায় দৃশ্য আর দর্শনের তফাৎ
কিংতু সেখানে তোর আমার তফাৎ ছিল না
ছিল না একলা বাঁচার অধিকার
কারণ সেখানে তো কোনোকিছু একার ছিল না।
শহরের শীতলতায় অবুঝ শোক
কথা ছিল বুকের সময়ের পরে সাথে থাকা চিরতরে।
কিন্তু সেখানে তো দূরে যাওয়ার কথা ছিল না
ছিল না কথা একলা কাঁদার।
কথা ছিল সেখানে শুধু হৃদয় বাঁচবে
কিন্তু হৃদয় ভাঙার কথা সেখানে মোটেও ছিল না।
No comments:
Post a Comment