Sunday, January 7, 2018

ইকির মিকির

ইকির মিকির
.... ঋষি
=========================================
ইকির মিকির  চাম  চিকির
ফুসমন্ত তোর বাড়ি কোথায় ?
ছেলেটা অনবরত খুঁড়ে চলেছে  কবিতা
পাতায় পাতায় রক্তের  দাগে  শহর  ফিরছে  নিজের মতো।
বিষফল  আর যোগফল ,মাঝ খানে  তফাৎ
ফুসমন্ত এই শহরেই বাস করে।

ইকির মিকির  চাম  চিকির
ম্যাডাম  আপনার  চশমার কাঁচে দেওয়াল মাফিক দুর্যোগ।
আপনার প্রয়োজন পরে না  ,মানে  মনে  পরে  না
কি হবে ম্যাডাম, এই ভাবে ভাবে ফুরোতে চেয়ে।
সময়ের অন্তরে শীতের পোশাকি আদর
ম্যাডাম দুর্বলতা চাপা দেওয়া মাটির কবরে অসংখ্য মুহূর্ত।
মুহূর্তরা সময়ের থেকে দামি
ম্যাডাম তোমার শহরে পাহাড়ের চূড়োয় সূর্যওঠা ঘুম।
অভিমান ভালো ম্যাডাম
 কিন্তু নিজের সাথে অভিনয় কখনো নয়।

ইকির মিকির  চাম  চিকির
 ছোটবেলার কোনো মুহূর্তের লুকোনো  প্রলাপ।
আর ফুসমন্ত সে তো শহরের দীর্ঘশ্বাসে অকালবাল্য কবিতা
ছেলেটা পাতায় পাতায় মুহূর্ত ছুঁয়ে বাঁচে।
যোগফল আর গুণিতকে বাড়তে থাকা এক্কাদোক্কা
মুহূর্ত শুধু বাঁচতে চায়।




No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...