Sunday, December 11, 2022

পালক মানুষ

 পালক মানুষ 

... ঋষি 


It is true that people want to forget old touches

Yet they keep coming back

Maybe they want to live.........


প্রথম যেদিন কোনো  অনুষ্ঠানে প্রাইজ পেয়েছিলাম 

একটা আলাদা অনুভূতি ছিল 

প্রথম যেদিন প্রেমিকার ঠোঁটে চুমু খেয়েছিলাম 

সেদিনও আলাদা অনভূতি ছিল 

যেদিন প্রথম নিজের সন্তানের মুখ দেখেছিল 

সেদিনও একটা অনুভূতি বুকের ভিতরটা আঁকড়ে ধরেছিল। 

.

আজ এতগুলো বছর 

আজ এত সব সম্পর্ক ,এত সব উৎসব ,এত আয়োজন 

সবকিছু ভিতর ভিতর কোথাও স্পর্শ করে 

হয়তো করে না 

তবুও বুকের ভিতর কি যেন একটা আঁকড়ে ধরে 

অকারণে অভিমান ,না আনন্দ 

চোখের পাশটা ভিজে যায়। 

.

ছোটবেলায় মায়ের বুকে জড়িয়ে ধরা 

পরীক্ষায় ভালো করে পাশ  করায় নতুন সাইকেল 

প্রথম কোনো নারী শরীর ,অবাক হওয়া 

প্রথম কোনো বৃষ্টির দিনে তোমার হাত ধরে হাঁটা 

প্রথম সিগারেট 

সব কেমন বুকের ভিতর এক একটা অনভূতি ,

মানুষ বোধহয় অনুভূতির শব্দকোষ 

কিছু স্পর্শ অকারণে হঠাৎ আনমনে এখনও কাঁদায় 

কিছু হাসায় 

কখনো বন্ধু ,কখনো প্রেম ,কখনো নারী ,কখনো সুখ 

সব যেন ভীষণ অসুখ ,

ক্ষুধা ,তৃষ্ণা ,ক্ষত ,প্রিয়জন ,প্রিয়মুখ সব ভুলতে চাই 

সব ভুলতে চাই 

কোনো স্পর্শও না ,আর অনুভূতি না 

একটা মানুষ ,শুধু একটা মানুষ 

সমস্ত গাণিতিক জ্যামিতির পরে একলা পালক মানুষ।  


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...