Thursday, December 8, 2022

রাক্ষসের গল্প

 রাক্ষসের গল্প 

,,,, ঋষি 

.

এটা একটা রাক্ষসের গল্প 

সবাই পালাচ্ছে ,সবাইইইই ..............

কেউ আগলে রেখেছিল একটা ছোট্ট শৈশব বুকের ভাঁজে ,

কিন্তু শৈশব আজ যৌবনে 

সবার মতো সময় টের  পাচ্ছে অথচ  কেউ টের পাই নি আগে 

বাচ্চাটা রাক্ষসের ছিল। 

.

আলবাত একটা প্রহসন 

সবাই আমি খেঁজুরের গল্পে নিজের সুরক্ষা বলয়ে আবদ্ধ 

কেউ কেউ এক ছড়া বন্দুকের বুলেট 

কানে পাশ ঘেঁষে চলে যায়  

সকলে পালাচ্ছে ,সকলে পালায় 

আমি বারুদের গন্ধে আমার সিসের ঘরে বুক পোড়াই । 

.

রাম ,রহিম আর জেসাসের গল্প 

উত্তর সহজ 

থাকতে হলে থাকো ,না হলে রাস্তা মাপো ,

আমি ঈশ্বর বিশ্বাসী নই 

তাই শয়তানের থানে নিজের রক্তে নিজেকে বলি দিয়ে আসে 

হাসতে থাকি 

সকলে পালাচ্ছে ,পালাক  

সত্যি হলো এই শহরটা একটা রাক্ষস পুরী 

অথচ 

রাক্ষসগুলো মায়াবী মানুষ। 

No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...