Tuesday, December 6, 2022

প্রহসন


 প্রহসন 

... ঋষি 

.

সমস্ত  চলে যাওয়ার পরে 

 মানুষগুলো গিয়ে দাঁড়ায় সময়ের ধারে একলা নদীর পাশে 

প্রশ্ন করে নিজেকে 

সত্যি তো ? সত্যি ছিলাম তো ? না কি !

.

অদ্ভুত এক আহরণ নিয়ে রোজ দিন কাটানো 

মানুষ জানে না তার আগামী ভোর 

মানুষ জানে না সময় অন্তরে কিছু প্রহসন কিংবা আয়োজন 

কোনটা দরকারি ?

দীর্ঘশ্বাস মানুষের বুকের পাতালে অজস্র জলছবি 

মানুষের পায়ের ছাপগুলো বুকের উপর শব্দজট। 

.

কথার পর কথা সাজিয়ে আমরা দাঁড়িয়ে 

মাঝে মাঝে মনে হয় মানুষ কি শুধু কথাদের ঘর করে, 

কথার বাইরে কি আমরা কি মহাসমুদ্রে ভাসতে থাকা সেই একলা নৌকো 

যার মাছ ধরার জালে শুধুই কথা। 

আমার বিশ্বাস ছিল মানুষ ঘর করে শধুমাত্র নিজের সাথে 

আমার বিশ্বাস ছিল মানুষ কথা বলে শুধুমাত্র নিজের সাথে 

আয়নায় দাঁড়ানো তোমার মুখটা আমার মতো দেখতে 

কেউ আলাদা নই ,

শুধু মিলেমিশে দিন কাটানো 

একটা প্রহসন 

একটা আয়োজন 

মানুষের চোখের পাতায় আজও স্বপ্নের বাস 

একলা নিশ্বাস 

মানুষগুলো বোধহয় বাঁচতে ভুলতে চায়। 


No comments:

Post a Comment

তোমাকে চাই

তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি  শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...