Wednesday, December 7, 2022

এত ছটফট করছো কেন


 এত ছটফট করছো কেন 

... ঋষি 

.

নিঃশব্দরা নিস্তব্ধ হলে 

মনের কোটরে অনির্দিষ্ট  দীর্ঘশ্বাস ,

বাঁচা সেটা নয় যা তুমি স্বপ্নের ওপারে একলা দাঁড়িয়ে দেখো 

বাঁচা সেটা যেখানে তোমার মানুষটা তোমার পাশে দাঁড়িয়ে বলে 

অনেক বেলা হলো এইবার বাড়ি ফিরতে হবে 

সত্যি বাঁচা শব্দটা আশ্রয়হীন বটে 

তবে পরিপূর্ণতায় বাঁচার নিশ্চয় একটা বাড়ি আছে। 

.

অদলবদল ধরণ 

নিরছন্ন উৎকর্ষতা ছড়িয়ে পরে শীতের রৌদ্র ,

মন কেমনে বেলা পেরিয়ে একলা রৌদ্রে দুটি শালিখ উড়ে এসে বসে ,

বিষন্নতায় বেজে ওঠে একলা মুঠোফোন

রিংটোন টা আমার প্রিয় 

অনুপমের সেই গানটা "এত ছটফট করছো কেন ?"

.

কি করণীয় ?

কেন যে বুকের ভায়োলিনে আজকাল একলা থাকার রোগ ,

কিছু কথপোকথন ,হাজারো দিনের অপেক্ষা 

উপন্যাসের শেষ পর্যায় অনেকগুলো অসমাপ্ত গল্প ,

কে কতটা স্বার্থপর ?কে কতটা মায়াবী  ?কে কতটা একলা? 

এই সব প্রশ্ন থাক আজ ,

আজ শুধু প্রশ্ন সব নিঃশব্দদের 

তারাও ভাষা খুঁজেছে 

খুঁজছে প্রশ্রয় এই ছড়ানো রৌদ্রমাখা একলা সকালের বিছানায় 

ঘুম আসছে না 

তোমার জ্বরের কবিতায় আজ শুধু অপেক্ষা। 

No comments:

Post a Comment

তোমাকে চাই

তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি  শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...