Thursday, March 23, 2023

খিদে

বাবা বললেন জন্মের বুকে লেগে আছে নিশুতির ডাক
আমি ভাবলাম চাঁদ বোধহয় ডাকছে আমায়, 
মা বললেন জীবন একটা রান্না ঘর আর আমরা হাতাখুন্তি 
আওয়াজ তো হবেই 
আমি বুঝলাম মা খিদের কথা বলছে। 
.
আমার শেষতম বাজীর দানে আমি লাগালাম সবটুকু 
শেষ সম্বলটুকু 
দেখলাম বাবা আর মা ঝগড়া করছে
খুঁজছে অন্ধকার নিশুতি রাত 
আরও অবাক হলাম এখন আকাশে অমাবস্যা
অথচ আমার খিদে পাচ্ছে। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...