Friday, December 2, 2016

চোখের কবিতা

চোখের কবিতা
........ ঋষি
=======================================
তোর চোখ  দেখে চিনে নেবো
আগামী জন্মে মৃত্যু
নাগরিক জীবনে চাহিদার বাতাসে নতুন সংস্করণ
মুখোশ
কিন্তু জানিস তো মুখোশ দিয়ে চেহারা বদলানো যায়
কিন্তু মন সেতো একটা নগর

কোনো প্রত্যন্ত গ্রামের বাসস্ট্যান্ড
সকালের কেনা বেচা ভিড়ের মাঝে অজস্র জনমানবিক আখড়া
বাস এসে দাঁড়ালো
তারপর
শূন্যস্থান দীর্ঘ্যজীবী হোক
মানুষের নগর পত্তনের পিছনে একটা ভীষণ কারণ ভালো থাকা
মানুষ ভালো থাকতে চায়
কিন্তু মৃত্যু কখনো ভেবে দেখেছিস তোর চশমা লাগানো চোখের পিছনে
কিছু একটা শূন্যস্থান থেকে গেলো চিরকাল
সময় এলো ,চলে গেলো ,যাবে স্বাবাভিক
কিন্তু তুই চোখ বদলাবি কি  করে ?
.
তোর চোখ  দেখে চিনে নেবো
আগামী জন্মে মৃত্যু
তখন সেই নাগরিক চাহিদায় হয়তো কৃত্রিম সূর্য
মুখোশ
কিন্তু জানিস তো আমি তোর চোখ দেখতে ভালোবাসি

তুই চোখ লুকোবি কি করে ?

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...