Friday, December 2, 2016

ততক্ষন

ততক্ষন
....... ঋষি
======================================
ততক্ষনের নাড়াচাড়া
তাতেই মুক্তি কোনো সবুজের শহর
মারাত্নক উষ্ণতায় ঢল নামে পাহাড়ি উপত্যকায়
তারপর জঙ্গলে দাবানল
জ্বলে যায় বুক ,জ্বলে সময় ,আর হৃদয়
আর তখন শহরে সদ্য নামা গোধূলি

পাথরের গায়ে জলের ছন্দ
শিলাজিৎ কোনো প্রাচীন ফসিলের মতো চাওয়া পাওয়া
তারপর
আবার সেই সাময়িকী
পোশাকি আদলে  বাক্সবন্দী হৃদয় ছড়ানো ছেটানো
হৃদয় হীন শহরের হৃদয়ের কেনা বেচা
কোনো স্পর্শহীন আব্দারের ক্রনিকল প্রসেস
রসায়নগারে উদ্বৃত্ত জীবন
আরো বেশি আমিষ

ততক্ষনের নাড়াচাড়া
তোর বুকের খাঁজে লুকোনো লাল তিলটা আকাশের সূর্য
মারাত্নক উষ্ণতায় মিশে যাওয়া ঘাম
জিভের ডগায়
বড় নোনতা লাগে জানিস ভিজের ঠোঁটের স্পর্শ

আর শহরে তখন পিনড্রপ অন্ধকার

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...