Sunday, December 11, 2016

ফেরৎ

ফেরৎ
........... ঋষি
==========================================
তোমার কাছে আমার অনেক কথা জমা আছে
ফেরৎ দেবে না ?
নিজস্ব কলমের জীবনে ঝরতে থাকা রক্ত
কখন শরীর ছেড়ে মন হয়ে যায়।
মন থেকে সংসার তারপর কতকিছু
ভাবনার বিচ্ছুরণ।

পাশা পাশি শুয়ে থাকা আমি তুমি আর মৃত্যু উপত্যকা
নেমে যাওয়া ঝড় জল আর মুখোশের মিছিল।
আণবিক চুক্তিতে ধ্বংস স্বাক্ষরিত
তবু যাপিত হয় বিশ্ব প্রকৃতি দিবস।
ঠিক যেন আসন্ন শীতকাল শুয়ে থাকা নগ্ন সময়ের যোগাযোগ
ঠান্ডা লাগবে।
সর্দি কাশি ধর্মী সামাজিক যোগাযোগে
আবার জীবন নিয়ন্ত্রিত।

তোমার কাছে আমার অনেক কথা জমা আছে
বিলুপ্তপ্রায় ইতিহাস।
নিয়মিত যোগাযোগ বাসর ঘরের প্রথম ছিদ্রে নির্দেশিকা জরুরী
কেউ কাউকে চিনবো না।
তবু ছুঁয়ে থাকবে সময়ের কলরবে অজস্র চিৎকার
রোজকার আমি আর তুমি। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...