Sunday, December 11, 2016

জলরঙের ছবি

জলরঙের ছবি
........... ঋষি
===========================================
যা দেখি সেটা সম্ভাবনা
নিজস্ব জলরঙের ছবিতে সাতরঙা রামধনু।
আমার সহজ প্রশ্ন
সভ্যতার বনসাইতে পরে থাকা বিষন্নতা কিসের।
মানুষ এত কাঁদছে কেন ?
সম্ভাবনা।

সন্ধ্যে আসে, আসে ঘরের ভেতর থেকে যাওয়া মিথ্যে উঠে পড়া
যাওয়ার পাশে অনেক বিবাদের গভীর সঙ্গম।
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়
কেমনে হৃদয়কুলে উলুখাগড়ার বনে আগুন লাগে।
আর তারপর স্বরলিপি
দিনকাটে ঠিক যেমন কেটে যায়।
এইসব ভাষান্তর সিন্ধু সভ্যতার প্রাচীন গুহায় প্রথম কথোপকথন
মানুষের দেওয়ালে ছবি।
মানুষ নিজে আজ জলছবি আর ক্রমশ প্রকাশ
দূষিত ভাবনা।

যা দেখি সেটা সম্ভাবনা
নিজস্ব মানবিকতার সাথে রাষ্ট্র ,সমাজ ,মতান্তর।
মানুষের বিস্মৃত ভাবনায় একসাথে গলা জড়ানো ভয়
সভ্যতা আজ লজ্জাবতী লতা।
মানুষ সেই গাছটা
যে ঋতুর সাথে অলিখিত অঙ্কুরোদম।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...