Friday, December 30, 2016

সেই ভদ্রলোক

সেই ভদ্রলোক
.......... ঋষি
========================================

নিদারুন কোনো শোক যদি আকাশ বেয়ে নামে
সেটা বৃষ্টি।
অথচ সেই পার্কে বসা ভদ্রলোক
আকাশের দিকে তাকিয়ে পাখির খোঁজে আছেন।
আজ এতগুলো বছর বদলালো
অথচ ভদ্রলোক আজ আকাশের দিকে  তাকিয়ে।

দু চারখান কেতাবি বয়স সকলের বাড়ে
অথচ ভদ্রলোক এখনো অপেক্ষায়।
দিনের প্রতিপাতায় লেখা থাকা আলোর জন্ম মৃত্যু জানে
বিজলি বাতির গভীরতা।
এই শহরে রাত হয়  না কখনো
শুধু অন্ধকার হয়।
ভদ্র লোক অন্ধকার হাতড়ান ,
হয়তো অন্ধকারে খুঁজতে থাকেন আকাশের পাখি।
সকলে তাকে পাগল বলে ডাকে
আমার মতে উনি পাগল বটে তবে মুক্তির।

নিদারুন কোনো শোক যদি আকাশ থেকে নামে
মাঝে মাঝে সেটা চোখের জল।
গতরাত্রে ভদ্রলোক  চলে গেলেন পাখির খোঁজে আরো গভীরে
কর্পোরেশনের মৃতবাহী যান পার্কার দরজায়।
আমিও দাঁড়িয়ে ভদ্রলোকের মতো কারোর অপেক্ষায়
হয়তো আমার চোখেও সেই পাগলামির খোঁজ। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...