বৃষ্টি সংবাদ
,,,,,,,,ঋষি
*********************************************
যে অস্তিত্ব কাল পাহাড়ের মতো একলা দাঁড়য়ে
ঝড় সামলাছিল,
আড্ডা মারছিল আকাশের সাথে গত হওয়া বৃষ্টিকে নিয়ে,
সে আর নেই।
বলা নেই কওয়া নেই, সময় পাঠালো তাকে আচমকা হাতচিরকুট,
বদলে যাও বাছা,বদলানো নিয়ম।
,
গোধূলির আলোতে দেখা বৃষ্টি সংবাদ
মিলিয়ে যাওয়া মেঘেরা রাতের কালোতে অদৃশ্য কাহিনী।
অস্তিত্ব বদলাচ্ছিল
আলোর থেকে আরও বেশি কিছু,ঢেউহীন অনন্ত স্বপ্নের গভীরে
যার পরে আর কিছু নেই ।
শুধু ঝিরি ঝিরি বৃষ্টি ফোঁটা,মন ভেজা আসবাবপত্র
তবু নিয়মিত অনিয়ম।
,
সময়ের চিরকুট পড়ে বৃষ্টি পাগল অস্তিত্ব আকাশকে বললো,
এইটুকু মনে রাখিস, কেউ তোকে স্পর্ধা করেছিলো ছোঁয়ার।
আকাশ দুঃখ প্রকাশ করলো
সময় দিয়ে রাঙিয়ে দিলো অস্তিত্বকে জীবনের ঘামে,অন্য নামে।
তারপর ফিসফিস করে বললো, ‘ বৃষ্টি শুধু তোমার নয় সকলের
অস্তিত্ব দেখতে দেখতে মিলিয়ে গেলো সময়ে।
,
সময় যথারীতি দুহাতে জাপ্টে ধরলো অস্তিত্বকে
আকাশ অনেকক্ষণ চেয়ে রইলো তার যাওয়ার দিকে, তারপর লুকোনো মেঘেদের বললো
দে বৃষ্টি ঝেঁপে,,,,,,,,
চারদিক কালো করে খুব বৃষ্টি নামলো, আর অস্তিত্ব একা
কিন্তু তারপর থেকে যখনি বৃষ্টি নামে,,,,বৃষ্টি সেও ভীষন একা।
Thursday, March 15, 2018
বৃষ্টি সংবাদ
Subscribe to:
Post Comments (Atom)
অন্য খোঁজ
ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...
No comments:
Post a Comment