প্রথম পুরুষ
,,,,,,,ঋষি
*****************************************
আমি সেই মহিলাকে চিনি
যে তার হাজবেন্ডের মাঝে নিজের বাবাকে খোঁজে।
আমি সেই প্রেমিকাকে চিনি
যে তার প্রেমিকের মাঝে তার বাবাকে খোঁজে।
আমি সেই নারীকে চিনি
যে তার স্বপ্নে, আবেগে তার বাবাকে দেখতে পায়।
সময়
শৈশবের বেনী ছেড়ে কখন যেন শাড়ি জড়িয়ে ফেলে।
অতীত
কখন যেন ফ্রক ছেড়ে হাতা, খুন্তিতে ব্যাস্ত।
ভবিষ্যত
কখন যেন নিজের ভালো থাকা ছেড়ে সন্তান পালনে ব্যাস্ত।
আর সময়ের পা
সে রান্নাঘরের ছোট আঙিনায় সংসার করতে ব্যাস্ত।
খোলা আকাশ
সে শুধু মুক্তির খোঁজ,শুধুই আগামীর স্বপ্ন।
কিন্তু বাবা
শৈশবের চোখে প্রথম পুরুষ,যা স্মৃতি আগলানো।
তাই তো
সেই মহিলা তার হাজবেন্ডের মাঝে নিজের বাবাকে খোঁজে।
সেই প্রেমিকা তার প্রেমিককে বলে
তুমি না কেমন বাবার মত আমাকে আগলে রাখো।
আর নারী
যে খুব যত্নে লালন করে তার বুকের গভীরে জন্মের প্রথম পুরুষকে।
No comments:
Post a Comment