Saturday, March 17, 2018

তুমুল বৃষ্টি

তুমুল বৃষ্টি
,,,,,,,,,ঋষি
★*****************-*******************************★
আমার শহরে সারারাত বৃষ্টি
বৃষ্টি মানে আকাশ ছাড়িয়ে মেঘের গভীরে অভিমান।
ঘুম আসে নি, ঘুম আসবে না জানি
চোখের পাতায় পর্ণমোচী বিষণ্ণতা,মনের ভিতর কলরব।
শুনতে পারবে না কেউ, কিন্তু আমার শহর জানে
এই বিষন্নতা শুধু তোর বুকে আমার নিয়মিত আদর।

অভিমান
বড় যত্নে রাখা পুরনো ডাইরীর পাতায় লুকোন শোক।
অজস্র মুখ,অজস্র সময়ের তুলির টান
হাতের আঙুল গলে ছড়িয়ে পড়ছে অন্ধকার।
সিলিঙ এ মুখ তুলে  চেয়ে দেখি কষ্টের দাগ,অজস্র শোক
চাওয়া না পাওয়া অভ্যস্ত জীবনে নিরাসক্ত বাঁচা।
শেষ ঘ্রাণ মিশে যায় বালুকনায়,আকাশের অবসরে
ফসিলের আওতায় দাগ ছেড়ে যাওয়া অজস্র স্পন্দন।
যারা স্টিল ফোটোগ্রাফে সাজানো হাসি মেখে
প্রথাগত ফিরে যায় রাতের কাছে নতজানু হয়ে।

আমার শহরে সারারাত বৃষ্টি
বৃষ্টি মানে আকাশের বুক চিরে নামতে থাকা শোক।
ঘুম আসে নি,ঘুম আসবে না জানি
শুধু মাথার ভিতর অনবরত শুকনো পাতাদের ভীড়।
জানতে পারবে না কেউ এই তুমুল বৃষ্টির মানে
বুকের জংলী আবদারে অনবরত তোর হেঁটে চলা।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...