Friday, March 16, 2018

সভ্য নাগরিক

সভ্য নাগরিক
,,,,,,,,,ঋষি
*****************************************************
যে অন্য আমিকে সকলে আবিষ্কার করতে চায়
সে তো মাটির নিচে শুয়ে কোন শুকিয়ে যাওয়া ফসিল।
যার চোখের তারায় বেঁচে থাকে চলন্তিকা
যার হৃদয়ের ভাঁজে চিৎকার করে সময়,,,,,, মৃত প্রতিবাদ।
প্রতিবাদ আটকে আছে গলার কাছে ক্যান্সারের মতো
তাই তো এই বেঁচে থাকায় কোন কম্পন নেই।

ডেসিবেলের নিচে শুয়ে একটা রাষ্ট্র,
একটা গোটা সমাজ কখন যেন বাজারী বেশ্যা হয়ে গেলো।
আর রাষ্ট্রপিতারা মুনাফায়
সময় শুধু আজ পার্টি ম্যাগাজিনে প্রতিবাদ আঁকে।
শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি নন্দন, একাডেমীতে রোমান্স করে
অথছ লেনিনকে ভেঙে,গুড়িয়ে দেওয়া হয়।
সময় বলে সত্যি বলতে নেই,সমাজ বলে সত্যির গলায় পা
অথছ মানুষ বোঝে না,মানুষ চোখ ঘুরিয়ে নেয়
পথচলতি সময়কে ধড়ষন করে গলা টিপে হত্যা করতে দেখে।

বেশ্যা বিছানা বদল করে
পার্টি মাইকে শোনা যায় দিন বদলের রঙ।
রাজা আসে রাজা যায়,আসামী তবু কাঠগড়ায়
বেশ্যার গোঙানি শোনা যায় কিন্তু প্রতীবাদের গলা নয়।
জজ সাহেব টেবিল থাবড়ে আগামী শুনানির দিন ঘোষনা করে
আর মানুষ অভ্যস্ত সভ্য নাগরিকের ভুমিকায়।

No comments:

Post a Comment

কবি

কবিদের সত্যি কোন সময় হয় না কবিতার কবিদের নারী হয়, পাঠকপাঠিকা হয়, প্রেমিকা হয় কিন্তু নক্ষত্রের মতো কবিদের আকাশ জুড়ে শুধু দু:খ, আসলে কবিদের দু...