Sunday, March 4, 2018

দুসরা দুনিয়া

দুসরা দুনিয়া
,,,,,,,,ঋষি
.....................................................................
আমরা দুজন প্রেমিক
একজন নাভিঃ শব্দে ভুলে যায় ঘুরতে যাবার কথা।
অন্যজন চেয়ে থাকে আকাশের দিকে
আকাশ থেকে নেমে আসে চিল,চোখ তুলে নিতে চায়।

শব্দ আসে,শব্দ যায়
আকাশ গভীর হতে হতে হারিয়ে যায়,নিঃসহায়।
একজন একমনে আঁকে প্রেমিকার মুখ
অন্যজন নিজের আয়নায় খুঁজে পায় জীবনের গভীর প্রেম।
একজন শুধু বয়ে চলা ক্লান্ত পথ
অন্যজন পথিক,পথের খোঁজ,শেষ শব্দে স্পন্দন চুমু।
শব্দের ভীড়,ঠাসা জনপদ
ক্লান্ত পথ মুখ থুবড়ে পড়ে,অন্যজন যেন আকাশ,চিলের চোখ।
জীবনের প্রেম,বাঁচার তাগিদ,একশো কোটি দেবতা
সেখানে চিল?

আমরা দুজন প্রেমিক
দুটো পথ,আলাদা আয়নায় দেখা নিজের অন্য মুখ।
আমার প্যাকিং শেষ,যাত্রা শুরু
চিলের চোখে দেখা দুসরা দুনিয়া।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...