Monday, September 17, 2018

স্বপ্ন শহর

স্বপ্ন শহর
...... ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
স্বপ্ন স্বত্ব বিক্রী হয়ে যায় ভোর রাতে
তারপর ঝরে পরে অসংখ্য শিশির বিন্দু
ভোর হয় শহরে।
.
ব্যস্ততা
ঘুম ভাঙা সকালে অন্য এক সকাল
দৌড় দৌড় সাম্রাজ্যের অধিবাস নিয়মিত এই শহরে।
তারপর আবার সেই সন্ধ্যে
সমস্ত অধিকারের হিসেবে দিন ফোঁড়ানো তত্ব কথা।
,
আবার অধিকার
শহর বলে এই সময় চোখ ধাঁধানো ,সিস্টেমেটিক বন্ধন।
আর মন
খোলা আকাশের খোঁজে সপ্তসাগর পার
আসলে এই শহরে ভালোবাসার ঘর নেই।
,
স্বপ্ন স্বত্বের অধিকার ভাঙার ভিড়
ঘরের ভিতর ছোট ছোট ঘর
কে আপন আর কে পর।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...