Thursday, September 27, 2018

বরফ শরীর

বরফ শরীর
..... ঋষি
......................................................................................
মেঘগুলো ভাসিয়ে দিচ্ছে মনের ইচ্ছে
ডানহাতে মুঠো করে ধরা সম্ভাবনা ,আর অন্যহাতে হৃদয়।
দুহাতের দূরত্বের ফাঁকে অসংখ্য ঝোড়ো হাওয়া
ক্রমশ প্রকাশ দূরে কোথাও ,দূরে দূরে।
বৃষ্টির সম্ভাবনা
দূরে পাহাড়ে কোথাও বরফ সকাল।
.
শিরশিরে শীত ছুঁয়ে অনন্য সময়
চলন্তিকা কোথায় তোমার শীতের কাপড় ,কোথায় দস্তানা।
বৃষ্টি আঁকা কথাগুলো আঁকাবাঁকা  পাহাড়ি পথ
হৃদয়ের থেকে দূরে ,খুব দূরে।
আকাশে অন্ধকার মেঘ ঝগড়া করছে হৃদয়ের ফাঁকে
বরফ জমছে হৃদয়ের ঘরে।
থর থর করে কাঁপছে শরীর ,,,,,বরফ শরীর
প্রস্তর যুগের পরে এ শুধু প্রতীক্ষা শীতল হওয়ার।
চলন্তিকা বাইরে দুর্যোগ ,ঘরের ভিতরেও
কোথায় পথ ,,আকাশ মেঘে
হৃদয় ভাঙা নীরবতা।
.
মেঘগুলো ভ্যাসীয়ে দিচ্ছে মনের ইচ্ছে
বরফ শরীরে নেশা তোর আখরোটে দাঁতের দাগ।
দুহাতের দূরত্বের ফাঁকে অদৃশ্য চাপানউতোর
আর কত দূরে।
বৃষ্টির সম্ভাবনা
তোমার বরফ পাহাড়ে আমার পায়ের ছাপ। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...