চিৎকার
.... ঋষি
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
কতগুলো বছর পেরিয়ে গেছে
আরও কত যাবে ,আমি তুমি মুখোমুখি ছায়াছবি।
সময় বদলাবে
বদলাবে মুখের আদলে সময়ের মুখ।
কিন্তু অদ্ভুত
সেই রজনীগন্ধা ছড়ানো পথে হঠাৎ দেখা হয়ে যাবে তোমার আমার।
.
এটা সত্য ছিল
উঠে আসা বুকের বোতাম খোলা ইচ্ছা
অভি না যাও ছোড়কে , দিল অভি ভরা নাহি।
অদ্ভুত সেই মোহো মুগ্ধকর অনুভূতি
তোমার গন্ধ ছুঁয়ে যাওয়া বাতাসে
ঠিক এমনি প্রতিবার,বারংবার।
মনের কেবিনে হৃদয়ের বোতামখোলা বাসনাগুলো
নিজের কাছে জমতে থাকা মুহূর্তরা চিৎকার করে।
আর তারপর
চারপাশ শান্ত তুমি দাঁড়িয়ে দূরে
আর আমি চৌ রাস্তায়।
কতগুলো বছর পেরিয়ে গেছে
আরও যাবে ,যেমন সরতে থাকা রেলের লোহারপাতগুলো।
আর তারপর
কোনো একদিন ,কোনো একমুহূর্তে ঠিক দেখা হবে।
কিন্তু অদ্ভুত
তখন তুমি চিনবে সময় আর আমি হয়তো সময়ের দাস।
.... ঋষি
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
কতগুলো বছর পেরিয়ে গেছে
আরও কত যাবে ,আমি তুমি মুখোমুখি ছায়াছবি।
সময় বদলাবে
বদলাবে মুখের আদলে সময়ের মুখ।
কিন্তু অদ্ভুত
সেই রজনীগন্ধা ছড়ানো পথে হঠাৎ দেখা হয়ে যাবে তোমার আমার।
.
এটা সত্য ছিল
উঠে আসা বুকের বোতাম খোলা ইচ্ছা
অভি না যাও ছোড়কে , দিল অভি ভরা নাহি।
অদ্ভুত সেই মোহো মুগ্ধকর অনুভূতি
তোমার গন্ধ ছুঁয়ে যাওয়া বাতাসে
ঠিক এমনি প্রতিবার,বারংবার।
মনের কেবিনে হৃদয়ের বোতামখোলা বাসনাগুলো
নিজের কাছে জমতে থাকা মুহূর্তরা চিৎকার করে।
আর তারপর
চারপাশ শান্ত তুমি দাঁড়িয়ে দূরে
আর আমি চৌ রাস্তায়।
কতগুলো বছর পেরিয়ে গেছে
আরও যাবে ,যেমন সরতে থাকা রেলের লোহারপাতগুলো।
আর তারপর
কোনো একদিন ,কোনো একমুহূর্তে ঠিক দেখা হবে।
কিন্তু অদ্ভুত
তখন তুমি চিনবে সময় আর আমি হয়তো সময়ের দাস।
No comments:
Post a Comment