Wednesday, September 26, 2018

সব মিথ্যা

সব মিথ্যা
,,,,,,ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
মাঝে মাঝে মৃত্যুর পাশে এসে দাঁড়াই
মাঝে মাঝে সময়ের।
কিছু মিল থেকে যায় সময়ের মৃত্যুর
গন গন করা চিতার আগুন,পুড়তে থাকা অস্তিত্ব।
কিশলয় থেকে চামড়ার ভাঁজ, ক্রমশ বিকলাঙ্গ  সময়
শ্মশানের ছাই আর পুড়তে থাকা অস্তিত্ব সাক্ষী।
.
চলন্তিকা এটা মৃত্যুর সাক্ষর
অপেক্ষারত নিথর শরীরগুলো আর কিছুক্ষন।
তারপর
উড়তে থাকা খই আর কিছু স্মৃতি।
পরে থাকা রাজপাট,পরে থাকা সম্পর্ক
সব শুধু সাক্ষী কোনদিন জীবিত থাকার।
সময় চলিয়া যায়
হাওয়ার পলকে প্রায়, মৃত্যু সত্যি, বাকিগুলো নাটক
,
মাঝে মাঝে সময়ের মাঝে এসে দাঁড়াই
সত্যি কি মৃত্যু?
সময়ের মোচড়ে বুকের অভিধানে অজস্র পুঁথিঘর
সব মিথ্যা হয়ে যায়।
পুড়তে থাকা শরীরটা শুধু সত্যি আর বাকিটুকু
মিথ্যা সব, সব মিথ্যা অভিনয়।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...