Saturday, September 22, 2018

কতবার ভেবেছিনু

কতবার ভেবেছিনু
..... ঋষি
=======================================
"কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া

তোমার চরণে দিব হৃদয় খুলিয়া ॥"
.
 অদ্ভুত
নিজের ভিতর কোনো পরিবর্তন
আকাশ  ছোঁয়া সাক্ষী।
.
অদ্ভুত কোনো বিসর্জনের পর
আবার আবাহন।
ঈশ্বর সাক্ষী এই হৃদয়ে অজস্র মোচড় ,,অজস্র যন্ত্রনা
সব তোলা থাকলো তোমার জন্য
কারণ তুমি তো বলো " মন্দবাসা "।
.
জীবন ফুরিয়ে চলে ক্রমাগত আরও গভীরে
অথচ মানুষের পিছনের দরজায় তালা ,আর সামনে
কোনো আস্তরণ ,হয়তোবা আয়না।
কিন্তু তুমি জানো কিছুতেই বলা যায় না
" ভালোবাসা  "।
.
অদ্ভুত
তোমার আয়নায় দেখা মুখ
 ভালোবাসার  আকাশ মুক্তি।
.
" আপনি আজিকে যবে শুধাইছ আসি,

কেমনে প্রকাশি কব কত ভালোবাসি॥"

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...