Wednesday, September 19, 2018

বাহোমে চলে আ

বাহোমে চলে আ
.... ঋষি
....................................................................................

বাহোমে চলে আ  .....

Where the imagination of another world
Without pain, without any pain ...

খুব সহজ বলা না স্যানোরিটা
তোমার বুকের পাথর হাতড়ে আজকাল উঠে আসে
কিছু অব্যক্ত নিরুপায় সময়।
.
ব্যস্ত ভাঙ্গন জুড়ে টুকরো টুকরো সময় লিপি
বালির উপর আঁচড়গুলো হারিয়ে যায় সময়ের স্রোতে।
মেঘ ভাঙে বৃষ্টি যেন নিরুপায় নোনা জল
জং ধরা সময় মুহূর্তরা অচল সময়ের অধিকার।
.
আজকাল ঘুম ভাঙা চোখে লেগে থাকে
স্যানোরিটা সে অসময়ের স্বপ্ন
খুব সহজ ভাঙা তাই না।
.
Where the time starts, maybe there ends
Survival of the rest ....
.
ছু কর তেড়ে মনকো ...

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...