অপ্রতিম
........... ঋষি
========================================
জানি দেখা হবে না
হবে না সমুদ্রের বুকে খুঁজে পাওয়া মুক্তোর স্বপ্ন।
তাই বলে একা হবো না ,,,,,,,তা হয়
শুধু সমুদ্রের বালিতে মুখ গুঁজে খোঁজা তোর বুকের ঘাম।
তারপর দূরে নিরুদ্দেশে
অনেকটা আয়োডিন মেশানো শেষ বিকেলের আলো।
.
জানি চিঠিপত্র আসবে না
হয়তো কথা শেষ হয়ে সময় তখন সময়ে লুকোনো শোক।
তাই বলে একা হবো না
বারান্দায় দাঁড়িয়ে তোর পাশে ধরবো না আকাশের সূর্যকে।
পুড়বো না নিজের আগুনে
শুধু জ্বর ,শুধু আবিষ্কার ,আর কোপার্নিকাস মৃত দূরবীনে।
জানি চোখ ভর্তি জল
সমুদ্র সফেনে ভুলতে চাওয়া জীবনানন্দ ,
তবু একা
আকাশের চাঁদ ,সে তো কবেই সমুদ্রের আয়নায়।
ভূত আর ভবিষ্যৎ সবটাই প্রেমিকার মতো
আসলে আমার ঠোঁটে জ্বলন্ত কিছু অপ্রতিম।
.
জানি না একা হবো কিনা
আর কত একা যেখানে পথের পরে পথ শুধু প্রাসঙ্গিক।
হাঁটছি সমুদ্র প্রাসঙ্গিকতায়
আকাশের নক্ষত্রে পা দিয়ে খুঁজছি তোর লুকোনো ডাইরি।
যে হাসতে পারে আমার বুকে মাথা রেখে
কিন্তু একা নয় আমায় ছাড়া।
........... ঋষি
========================================
জানি দেখা হবে না
হবে না সমুদ্রের বুকে খুঁজে পাওয়া মুক্তোর স্বপ্ন।
তাই বলে একা হবো না ,,,,,,,তা হয়
শুধু সমুদ্রের বালিতে মুখ গুঁজে খোঁজা তোর বুকের ঘাম।
তারপর দূরে নিরুদ্দেশে
অনেকটা আয়োডিন মেশানো শেষ বিকেলের আলো।
.
জানি চিঠিপত্র আসবে না
হয়তো কথা শেষ হয়ে সময় তখন সময়ে লুকোনো শোক।
তাই বলে একা হবো না
বারান্দায় দাঁড়িয়ে তোর পাশে ধরবো না আকাশের সূর্যকে।
পুড়বো না নিজের আগুনে
শুধু জ্বর ,শুধু আবিষ্কার ,আর কোপার্নিকাস মৃত দূরবীনে।
জানি চোখ ভর্তি জল
সমুদ্র সফেনে ভুলতে চাওয়া জীবনানন্দ ,
তবু একা
আকাশের চাঁদ ,সে তো কবেই সমুদ্রের আয়নায়।
ভূত আর ভবিষ্যৎ সবটাই প্রেমিকার মতো
আসলে আমার ঠোঁটে জ্বলন্ত কিছু অপ্রতিম।
.
জানি না একা হবো কিনা
আর কত একা যেখানে পথের পরে পথ শুধু প্রাসঙ্গিক।
হাঁটছি সমুদ্র প্রাসঙ্গিকতায়
আকাশের নক্ষত্রে পা দিয়ে খুঁজছি তোর লুকোনো ডাইরি।
যে হাসতে পারে আমার বুকে মাথা রেখে
কিন্তু একা নয় আমায় ছাড়া।
No comments:
Post a Comment