প্রশ্রয়
............. ঋষি
=========================================
ভিতর ভিতর ভীষণ তুই
এক ভীষণ যুদ্ধ নিজের সাথে ,সময়ের সাথে।
সময় আঁকড়ে ধরি
যুদ্ধ যেন সম্পর্ক খুঁজে চলা দূরে কোথাও কিলোমিটারে।
হৃদয়ের বারান্দার ভাঙা কড়িকাঠ ,ভাঙা ঘর
চাঁদ উঁকি মারে মাঝ রাতে।
.
ভুল করে ঘুমিয়ে পড়া
স্বপ্নের আদর ফুটিয়ে বেরিয়ে আসে মধ্যপথ।
বুদ্ধং শরণং গচ্ছামি: ধম্মং শরণং গচ্ছামি: সঙ্ঘং শরণং গচ্ছামি
আর তারপর ধর্ম থেকে যায়।
বেঁচে থাকে দৈনন্দিন ধুলোমাখা পটল ,ঝিঙে আর হাঁড়ি
কিন্তু নিজের সাথে যুদ্ধ প্রত্যহ।
ভুল করে ঘুমিয়ে পড়া স্বপ্ন আলতো স্পর্শ করে
আর তখনি আলোড়ন বেড়ে যায় পারদে হৃদপিন্ড।
এ কোন ভিন রাজ্যে থেকে ঘরের শোক
এ যেন সম্পর্কের ফাঁকে থাকা বাঁচা সম্পর্ক।
আজব ইতিহাস
স্পর্শ করলেই শুধুই রক্তক্ষরণ।
.
ভিতর ভিতর বাড়তে থাকা তুই
ব্যস্ত পৃথিবীর দরবারে রিমেকি ককটেল ,,,ব্যস্ত সবাই।
when we no time for each other
তবু ভিতরে তুই ,বাঁচা তুই ,আঁকড়ানো তুই।
পৃথিবীর কোন কোণে একলা সময়ে গিয়ে বসি
হাতঘড়ি থেমে যায়।
............. ঋষি
=========================================
ভিতর ভিতর ভীষণ তুই
এক ভীষণ যুদ্ধ নিজের সাথে ,সময়ের সাথে।
সময় আঁকড়ে ধরি
যুদ্ধ যেন সম্পর্ক খুঁজে চলা দূরে কোথাও কিলোমিটারে।
হৃদয়ের বারান্দার ভাঙা কড়িকাঠ ,ভাঙা ঘর
চাঁদ উঁকি মারে মাঝ রাতে।
.
ভুল করে ঘুমিয়ে পড়া
স্বপ্নের আদর ফুটিয়ে বেরিয়ে আসে মধ্যপথ।
বুদ্ধং শরণং গচ্ছামি: ধম্মং শরণং গচ্ছামি: সঙ্ঘং শরণং গচ্ছামি
আর তারপর ধর্ম থেকে যায়।
বেঁচে থাকে দৈনন্দিন ধুলোমাখা পটল ,ঝিঙে আর হাঁড়ি
কিন্তু নিজের সাথে যুদ্ধ প্রত্যহ।
ভুল করে ঘুমিয়ে পড়া স্বপ্ন আলতো স্পর্শ করে
আর তখনি আলোড়ন বেড়ে যায় পারদে হৃদপিন্ড।
এ কোন ভিন রাজ্যে থেকে ঘরের শোক
এ যেন সম্পর্কের ফাঁকে থাকা বাঁচা সম্পর্ক।
আজব ইতিহাস
স্পর্শ করলেই শুধুই রক্তক্ষরণ।
.
ভিতর ভিতর বাড়তে থাকা তুই
ব্যস্ত পৃথিবীর দরবারে রিমেকি ককটেল ,,,ব্যস্ত সবাই।
when we no time for each other
তবু ভিতরে তুই ,বাঁচা তুই ,আঁকড়ানো তুই।
পৃথিবীর কোন কোণে একলা সময়ে গিয়ে বসি
হাতঘড়ি থেমে যায়।
No comments:
Post a Comment