ঈশ্বর কণা
...... ঋষি
====================================================
জীবনভর বিশ্বাস করেছি
তুমি আছো সমুদ্রের প্রতি বুদ্বুদে।
মানুষ শব্দের পৃথিবীতে তুমি আছো ঈশ্বর কণা
ঠিক যেন সমস্ত জগৎ।
হঠাৎ শেষ মূহুর্তের পিঠ থেকে যাওয়া উপলব্ধি
তুমি আছো তাই।
.
তুমি আছো তাই আলো অন্ধকার
তুমি আছো তাই জোনাকি হৃদয়ে ছুঁয়ে থাকা আলোর লোভ।
ভীত ,সন্ত্রস্ত মানুষের হৃদয়
সর্বদা তোমার প্রাসাদে মাথা নিচু করেছে ,প্রণাম করেছে ভক্তিতে।
সময়ের ইতিহাসে আমার বিশ্বাস তুমি ছিলে
শুধু মানুষের মনে।
কিন্তু আজ কোথাও ভীষণ গন্ডগোল
জানতে ইচ্ছে করে তুমি কোথায় ?
.
ভোপালে একটা তিন বছরের মেয়ে ধর্ষিত হয়ে যায়
একজন সাত বছরের বৃদ্ধা ধর্ষিত হয় বৃদ্ধাশ্রমে কলকাতায় ।
তামিলনাড়ুতে অকারণে বৃষ্টিতে প্রাণ যায় তেরোশো লোকে
বাংলাদেশে ধর্মের নামে গুলিতে প্রাণ যায় একজন একুশ বছরের যুবকের।
রাজনীতির আঙিনায় বাড়তে থাকা জিনিসপত্রের মূল্য বৃদ্ধি
সারা পৃথিবী জুড়ে বাড়তে থাকা আবহ বিভ্রাট।
ভাইয়ের হাতে ভাই খুন হয় এইসময়
নিজের বিবাহিত স্ত্রীকে পুড়িয়ে হত্যা করে মানুষ নাম বুদ্ধিমান।
.
সত্যি আর বিশ্বাস করতে ইচ্ছে করে না মোটেও
তুমি আছো।
মানুষ শব্দের মানহানিতে, মানবিক বিকার ,ক্রোধ ,ধ্বংস
মনে হয় না তুমি আছো।
তবু কেন জানি হঠাৎ কোনো শিশুর হাসিতে ,ফুটতে থাকা ফুলে
আমি তোমায় দেখি ,মনে হয় এই তো তুমি।
...... ঋষি
====================================================
জীবনভর বিশ্বাস করেছি
তুমি আছো সমুদ্রের প্রতি বুদ্বুদে।
মানুষ শব্দের পৃথিবীতে তুমি আছো ঈশ্বর কণা
ঠিক যেন সমস্ত জগৎ।
হঠাৎ শেষ মূহুর্তের পিঠ থেকে যাওয়া উপলব্ধি
তুমি আছো তাই।
.
তুমি আছো তাই আলো অন্ধকার
তুমি আছো তাই জোনাকি হৃদয়ে ছুঁয়ে থাকা আলোর লোভ।
ভীত ,সন্ত্রস্ত মানুষের হৃদয়
সর্বদা তোমার প্রাসাদে মাথা নিচু করেছে ,প্রণাম করেছে ভক্তিতে।
সময়ের ইতিহাসে আমার বিশ্বাস তুমি ছিলে
শুধু মানুষের মনে।
কিন্তু আজ কোথাও ভীষণ গন্ডগোল
জানতে ইচ্ছে করে তুমি কোথায় ?
.
ভোপালে একটা তিন বছরের মেয়ে ধর্ষিত হয়ে যায়
একজন সাত বছরের বৃদ্ধা ধর্ষিত হয় বৃদ্ধাশ্রমে কলকাতায় ।
তামিলনাড়ুতে অকারণে বৃষ্টিতে প্রাণ যায় তেরোশো লোকে
বাংলাদেশে ধর্মের নামে গুলিতে প্রাণ যায় একজন একুশ বছরের যুবকের।
রাজনীতির আঙিনায় বাড়তে থাকা জিনিসপত্রের মূল্য বৃদ্ধি
সারা পৃথিবী জুড়ে বাড়তে থাকা আবহ বিভ্রাট।
ভাইয়ের হাতে ভাই খুন হয় এইসময়
নিজের বিবাহিত স্ত্রীকে পুড়িয়ে হত্যা করে মানুষ নাম বুদ্ধিমান।
.
সত্যি আর বিশ্বাস করতে ইচ্ছে করে না মোটেও
তুমি আছো।
মানুষ শব্দের মানহানিতে, মানবিক বিকার ,ক্রোধ ,ধ্বংস
মনে হয় না তুমি আছো।
তবু কেন জানি হঠাৎ কোনো শিশুর হাসিতে ,ফুটতে থাকা ফুলে
আমি তোমায় দেখি ,মনে হয় এই তো তুমি।
No comments:
Post a Comment