শুভ বিজয়া
.........ঋষি
..........................................................
উৎসবের শেষ সুর
বিজয়ার সিঁদুর আরো উজ্জ্বল তোর ছোঁয়ায়।
আগমণী থেকে শেষটুকু লুটেপুটে নেওয়ার লোভ
মানুষের মনের বাঁচার লোভ।
সতন্ত্র কোন অধিকার থেকে বলা "শুভ বিজয়া'
ভালো থাকিস মন নিজের অধিকারে।
,
সময় চলন্তিকা
তুই বলিস আমি দুঃখের কবিতা লিখি,
বলিস ভালো না রাখতে পারি, খারাপ রাখার অধিকার কিসের?
পোড়া কপাল
নিস্তেজে পরে থাকা জীবন,, যন্ত্রনা
তবু হাসতে হয়, তাই হাসি,আর বাঁচাটা যে নিয়ম।
আর কবিতা
সে তো আবোলতাবোল, সময়ের রঙ সাদা পাতায়।
তুই বলিস আমি নাকি পাগল
কিন্তু ভেবে দেখিস এই পাগলামি আমাকেই মানায়
কারন আমার কোন রঙ নেই তোকে ভালোবাসায়।
আমার কবিতারা তোকে হাতড়াতে পারে অন্ধকারে
কিন্তু তোকে পাওয়ার অধিকার আমার নেই।
,
উৎসব আসে উৎসব যায়
মধ্যিখানে মানুষ হাসে, কারণ হাসতে চায়।
সিঁদুর মাখা তোর মুখটা অন্ধকার ছিল
তবু আমি মুখ বুজে তোর হাসিটুকু খুঁজেছি।
মনে মনে চেয়েছি ভালো থাক,খুব ভালো
শুভ বিজয়া তোর ভালো থাকায়।
Friday, October 19, 2018
শুভ বিজয়া
Subscribe to:
Post Comments (Atom)
তোমাকে চাই
তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
No comments:
Post a Comment