শাশ্বত তোমার প্রেমে(১৪)
........ ঋষি
=============================================
শাশ্বত অনেক গুলো বছর
সময় বদলাচ্ছে। বদলাচ্ছে ঋতুর আলাপে অসংখ্য আক্ষেপ।
প্রশ্ন করেছিলে না জীবন মানে কি ?
বলেছিলাম জীবন মানে প্রেম।
আজ মনে হয় শাশ্বত আমি কত বোকা ছিলাম
এখন বুঝি জীবন মানে বদলানো।
.
প্রেম বরাবর বড় অভিমানী শাশ্বত
সে চায় তার প্রিয় মানুষটা বুঝুক তার মন খারাপের গভীরতা।
সে বুঝুক শুধু শরীর মানে সম্পর্ক নয়
সম্পর্ক হলো বুকের সাথে মিশিয়ে মাথার চুলে হাত বুলোনো।
প্রেম চায় মাঝরাতে তার সরে যাওয়া বালিশ কেউ ঠিক করুক
সকালের হিমে কেউ জড়িয়ে ধরুক গভীর ওম চাদরে।
ঠিক এমনটাই
আমিও চেয়েছিলাম ,শাশ্বত তোমার প্রেমে ।
.
এও সম্ভব আমি হয়তো বুঝি নি
তোমার প্রেমের শ্বেত রক্তে জমে থাকা জীবাণুদের।
শুধু শরীর মানে প্রেম নয় শ্বাশত
একটা বিশ্বাস ,একটা অধিকার বোধ ,একটা বাঁচা।
অনেকটা না বলা থাকে প্রেমে
শুধু বুঝে নিতে হয়
.
শাশ্বত অনেকগুলো বছর
বদলানো সময়ের আঙিনায়। অনেকগুলো ঋতু বদল আজ ইতিহাস।
চুলের পেকে যাওয়া স্বভাব ,চামড়ায় ভাঁজ
সব স্বাভাবিক।
কিন্তু কি জানো শাশ্বত এই পৃথিবীতে স্বাভাবিক নয় প্রেম
কারণ আমি আজও তোমায় ভালোবাসি।
........ ঋষি
=============================================
শাশ্বত অনেক গুলো বছর
সময় বদলাচ্ছে। বদলাচ্ছে ঋতুর আলাপে অসংখ্য আক্ষেপ।
প্রশ্ন করেছিলে না জীবন মানে কি ?
বলেছিলাম জীবন মানে প্রেম।
আজ মনে হয় শাশ্বত আমি কত বোকা ছিলাম
এখন বুঝি জীবন মানে বদলানো।
.
প্রেম বরাবর বড় অভিমানী শাশ্বত
সে চায় তার প্রিয় মানুষটা বুঝুক তার মন খারাপের গভীরতা।
সে বুঝুক শুধু শরীর মানে সম্পর্ক নয়
সম্পর্ক হলো বুকের সাথে মিশিয়ে মাথার চুলে হাত বুলোনো।
প্রেম চায় মাঝরাতে তার সরে যাওয়া বালিশ কেউ ঠিক করুক
সকালের হিমে কেউ জড়িয়ে ধরুক গভীর ওম চাদরে।
ঠিক এমনটাই
আমিও চেয়েছিলাম ,শাশ্বত তোমার প্রেমে ।
.
এও সম্ভব আমি হয়তো বুঝি নি
তোমার প্রেমের শ্বেত রক্তে জমে থাকা জীবাণুদের।
শুধু শরীর মানে প্রেম নয় শ্বাশত
একটা বিশ্বাস ,একটা অধিকার বোধ ,একটা বাঁচা।
অনেকটা না বলা থাকে প্রেমে
শুধু বুঝে নিতে হয়
.
শাশ্বত অনেকগুলো বছর
বদলানো সময়ের আঙিনায়। অনেকগুলো ঋতু বদল আজ ইতিহাস।
চুলের পেকে যাওয়া স্বভাব ,চামড়ায় ভাঁজ
সব স্বাভাবিক।
কিন্তু কি জানো শাশ্বত এই পৃথিবীতে স্বাভাবিক নয় প্রেম
কারণ আমি আজও তোমায় ভালোবাসি।
No comments:
Post a Comment