Friday, October 12, 2018

Loneliness adds beauty to life. ...

  • Loneliness adds beauty to life. ...

এতরূপ ,ধ্বংস হয়ে যাবো যে
যে জন্মতে কোন শোক নেই ,,সেখানে মৃত্যু।
পথ পেরিয়ে পথের শেষে
হঠাৎ দেখা। ....
এত স্বপ্ন পাগল হয়ে যাবো যে। ....
.
অনন্ত গাঁথা
ঠোঁটে লেগে থাকা রক্ত ফোঁটায় যেন কোন গোলাপ।
এই শ্রূতি যে শুধু ঈশ্বরীকে  মানায়
এত দেমাক ,,,,পুড়ে যাবো যে।
তোর বুকের আলমারিতে রাখা অসংখ্য সৃষ্টি সুখ
আর আমার বুকে আগুন।
অনবরত পুড়তে থাকা বহ্নিশিখা
বুকের ২০৫ টা হাড়.... শুধু যন্ত্রনা।
এত স্পর্শ
আমি হারিয়ে যাবো যে।
.
এতরূপ ধ্বংস হয়ে যাবো যে
জন্মের পাপ মাথায় নিয়ে শেষে ইচ্ছে বাঁচা তোর সাথে।
ও চোখে আমি আগুন দেখেছি
দেখেছি আমার মৃত্যুর পথ চলা ।
এবার সত্যি আরো একা হবো। ...

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...