Sunday, June 27, 2021
চলন্তিকা ও মৃত্যু ঘোর
ওরা ভালো থাকুক
শুধুই করোনা
Saturday, June 26, 2021
তবু বেঁচে আছি
Thursday, June 24, 2021
মানুষের মতো না
Wednesday, June 23, 2021
গাছ
আমার বাংলা
Tuesday, June 22, 2021
নীলকন্ঠ
টিকটিকি আর পর্যায়ক্রম
Monday, June 21, 2021
অনন্ত মিশ্র
Sunday, June 20, 2021
রিমঝিম গিরে সাওন
Tuesday, June 15, 2021
তুমুল বৃষ্টি
Sunday, June 13, 2021
সহবত
সবটা ঠিক এমন নয়
Thursday, June 10, 2021
ঘাসেদের কবিতা
Wednesday, June 9, 2021
রাক্ষসী
বিশ্বাস
চুপচাপ
প্রথম কবিতা
Sunday, June 6, 2021
সম্পর্কের ফসিল
সম্পর্কের ফসিল
... ঋষি
একদিন, কোনো একদিন,
হয়তো তোমার বৃদ্ধ হয়ে যাওয়া সোনালী ফ্রেমের চশমা
তোমার সেই বাসন্তী শাড়ির শেকড় এসে খুঁজতে থাকবে এই কলকাতায়
একটা কবিতা।
সমস্ত শব ঘর,সমস্ত মিউজিয়াম খুঁজে পাবে না সেদিন
আমার মতো প্রাগৈতিহাসিক ,প্রোটোগনিস্ট কবিতাদের।
.
ধারণা তো ছিল ,এখন বদ্ধ ভূমিকায়
আসলে আমার চারিপাশে এক গভীর পরিখা ,
জানো তুমি?
আমিও এতোদিন ,কোনোদিন তোমায় খুঁজিনি শুধু সাজানো রিমেকে
খুঁজেছি কবিতাদের।
তবে এটা সত্যি কবিতায় এসেছো তুমি বারংবার
আর আজ এই বয়সে
আমার চলন্তিকা ভাবনায় এক অদ্ভুত জাগরণ
গভীর কথা।
.
তুমি ধরবে আমাকে?
চোখে কাজল ,শপিং মল আর টাইট জিন্স ,
কনফারেন্স প্রটোকল ,উন্মাদ সারি দিয়ে দাঁড়িয়ে থাকা উন্নত নারী
স্তন ,যোনি সর্বস্ব কাতলা
আমি সব জানি
উপত্যকার বন্দরে নিয়মিত যাওয়া আসা ছিল আমার।
আমি খুঁজেছি মৃগনাভি
খুঁজে প্ৰয়েছি আল্পস পাহাড়ের ডগায় আমার বরফের হাত
আমরা ঠান্ডা আঙ্গুল ছুঁয়ে নেমে গেছে আজ শত সহস্র বছরের তপস্যা
চলন্তিকা
সেই নাম --- সর্ব ---- নাম।
সমুদ্র নাইবা হলে তুমি
গভীর বিপ্লবে তুমি রণক্ষেত্রে আমার বন্ধু ছিলে
ছিলে সহবত।
.
সব দিন শেষ হলে, কুয়াশারা জড়াবে এসে অবশেষে
মায়াবী রাত সাগরের কথা লিখে যাবে কোনো অলিখিত স্থাপনে।
এগিয়ে যাও তুমি
প্রস্তর সভ্যতার হাতে মশাল নিয়ে জয়গান হোক আগামীর।
আমি বিভুক্ষু কবি
ক্রমশ চোখের ডগা কিছু আস্পর্ধা গ্রিজলি বিয়ারের মতো চিঁড়ে দেয় আমার বুক,
এটাযে তুমিও জানো, সব দিন শেষ হলে আর
কোনো কথা থাকে না পাথরের গায়ে,
আমার এই পাথরের গায়ে নখের দাগ
সম্পর্কের ফসিল।
বৃষ্টিতে সৃষ্টি
বাড়ি
হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ আমাদের আরও কাছে আনে , ...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...