Sunday, June 27, 2021

ওরা ভালো থাকুক



ওরা ভালো থাকুক 
... ঋষি 
দুই রাত্রি নিয়ে বসে আছি শ্মশানের পাশে
মৃত মানুষের ভুল করা সুখে আজ পবিত্র পাপ,
দাউ দাউ করে পুড়ে যাওয়া মানুষের  শোক 
মৃত মানুষ 
আজ ছাব্বিশ মাস হলো 
লোডশেডিং সারা শহর জুড়ে সময়ের কারফিউ। 
.
দিনের ভিতর রাত্রি ঢুকে পড়ে আজ 
পাহাড়ের চুড়ায় সুর্য ক্রমশ ঢলতে থাকে  অন্ধকার স্বপ্নে,
নিরিবিলি বইতে থাকা বিষাক্ত বাতাস 
কানে কানে বলে
ওরা ভালো নেই, তুমি ভালো নেই, আমিও না। 
.
পাশাপাশি দুই রাত্রি
অন্ধকারে সব রঙ আজ কালো কোনো ছায়া
সারাবেলা ঘোরে
ফিসফিস করে কথা বলে একলা বাতাসে। 
এই শহরে এখন বৃষ্টি বাতাস এলো , নোনা স্পর্শে
মরচে পড়ে রঙিন দুনিয়ায়। 
আজ বহুদিন এই শহরের বুকে শুধু মৃত কনভয় 
আজ বহুযুগ এই হৃদয়ের ঘরে স্বপ্নের কিছুদিন 
একলা অন্ধকারে,
প্রতীক্ষা
শ্মশানে পাশে দুই অন্ধকার মৃতদেহ 
যদি আবার সংসার খোঁজে।
.
তবে আলো হোক মানুষের ভালো থাকা মানুষের ভীতে
বৃষ্টির ভাবনায় নিভে যাক হৃদয়ের চিতা
ওমঃ নমঃ স্বা ঃ
ওরা ভালো থাকুক। 


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...