অনন্ত মিশ্র
... ঋষি
অনন্ত মিশ্র
নামটা বোধহয় খবরের সকলের পাতার চোখ এড়িয়ে গেছে,
সাঁওতাল পরগণার কোন এক অখ্যাত গ্রামের চাষীর ছেলে
হ্যা বাড়িতে বউ আছে, দুই মেয়ে, বৃদ্ধ বাবা মা,
হ্যা সম্পর্কে ছিল
কিন্তু আজ অনন্ত মিশ্র নেই কোথাও।
.
তিন দিন, হ্যা তিন দিন খোঁজ পাওয়া যাচ্ছিল না তার
পুলিশের কাছে তার বউ গিয়েছিল,
পুলিশের বড়বাবু তাকে বলেছিল
ওরে তোর মরদের আর কি হওয়ার ছিল
বড় লোকের গর্তে হাত দিলে, এমনি হয়
গর্ত খিঁচে লয় রে ,,,, বলে হেসেছিল পান খাওয়া দাঁত বের করে।
.
অনন্ত মিশ্র
না লোকটার নাম খবরের পাতায় অনেকেরি চোখ এড়িয়ে গেছে
এমন খবর কে রাখে?
নিখোঁজ হওয়ার তিন দিন পর অনন্তের পচা গলা বডিটা পাওয়া গেছিল
ডোমঝুঁড়ির খালের পাশে,
চোখ খুবলে নিয়েছে কেউ,একটা হাত পাওয়া যায় নি তার।
পুলিশের বড়বাবু মৃতদেহ সারজিমিনে এসে বললো
ফাইল ক্লোস, অনন্ত মিশ্র পাগল ছিল,
অনন্তের পচা গলা শরীরটা তখন চিৎকার করছিল
আমার বাপের জমি, আমার পরাণ থাকতে কাউকে দিমু না।
আর সেই একি সময় অনন্তের বাপ এক সাদা কাগজএ টিপ ছাপ দিয়ে
গিয়ে দাঁড়াল তার একরত্তি চাষের জমির পাশে,
চোখের জলে তার সেই চাষের জমিতে ফলেছিল তখন অনন্তের রক্ত
তার বাপ বললো বাবা অনন্ত এই শেষ বার
কাল থেকে থেকে তুকে আর ছুঁতে পামু না।
No comments:
Post a Comment