তবু বেঁচে আছি
... ঋষি
জাগছি জাগছি করে ঘুমিয়ে কাটিয়েছি
এরগুলো মাস, এতগুলো বছর
আত্মঅহংকারে রাস্তার ধুলো কুড়িয়ে মেখেছি একলা চড়াই পাখি
বাঁচিনি
তবু বেঁচে তো আছি।
.
গরম ভাতের থালা, নুন, লংকা আর ঘি ভাত
বদহজম হয়
হজম বলতে তোমার বুকের গন্ধে একটা নিঃশ্বাস
নিসন্দেহে
গরিয়ে যাওয়া জল, এতদুর
কতদূর?
.
প্রশ্ন করি না আজকাল
বুকের ভিতর রাশিফল বলে দেয় বাঁচার গতি,
অগতির গতি,
সুন্দরী গাছের মত অক্সিজেন আজ কেন বালুচরি?
নিম্নবিত্ত বোধ
ভুলিয়ে দেয় সন্মান, বেঁচে থাকা ভুলিয়ে রাখে বাঁচার মানে।
কত কথা বলা হয় নি
খুন হয়ে যাওয়া দৈনন্দিন, ধর্ষিত মানে
এক বার
দুবার
একশো আটবার,
যে সব মাকড়সার জাল বাড়িয়েছে বয়স
জন্ম থেকে হিসেব সেখানে,
নুন খাই, পান্তা, শুকনো পেঁয়াজে
জীবন এখানে বাসি হয়ে যায়।
No comments:
Post a Comment