ঘাসেদের কবিতা
... ঋষি
ইতিহাস আর ঘাসের গল্পটা লেখে নি কেউ
সকলে নিয়মিত পার্কে গেছে,
হাঁটা চলা, খেলাধুলা আর ফস্টিনস্টি,গরুর খাবার
এক জীবনে ইতিহাস বদলায় না ঘাসের।
তবু ঘাসের ক্লোরোফিল থাকে
তবুও কপোত কপোতি গিয়ে বসে সবুজ ঘাসে।
.
অনেকদিন আজ কলমে ধুলো জমেছে
অনেকদিন আজ সময়ের গল্পে আজ মিথ্যা বাঁচার সুখ,
সুখ ঘাস নির্ভর
হঠাৎ কোন এক সকালে পার্কে ফেলা হলো বিল্ডার্সের ইট
তারপর আরও লড়ি সিমেন্ট বালি আর লোহা
হাজারো সবুজ স্বপ্ন চাপা পড়লো
হলুদ হয়ে গেলো দিনান্তে পুরোনো ইতিহাসের পাতা।
.
এই গল্পটা কেউ লেখে নি ইতিহাসে
ইতিহাসে আমরা যা পড়ি তা শুধু সাম্রাজ্য বদলের কথা
কিন্তু ঘাসের কথা
সে তো সাধারণ ।
এই কবিতায় কোন প্রেম নেই
আছে একগুচ্ছ অভিশপ্ত ইতিহাস,
অবাক হলো কবিতারও ইতিহাস থাকে? হ্যা থাকে, আলবাৎ থাকে
কবিতা কেউ লেখে, কেউ পড়ে, কেউ আহা উহু করে
কিন্তু ঘাসেদের ইতিহাস লেখে না কেউ
কারণ ঘাস কখনো চিৎকার করে বলতে পারে না
শুধু সবুজ হারিয়ে হলুদ হয়ে যায়।
No comments:
Post a Comment