Wednesday, June 9, 2021

বিশ্বাস

বিশ্বাস 
..ঋষি 
অদ্ভুত আহরণ, অদ্ভুত রোগ
জীবন যেন এক ভাস্কর্য, বোকা ফিনিক্সের খোঁজ, 
এ গ্রহে সমাধি শব্দটা ঈশ্বরের ঐশ্বর্য 
মানুষ মিথ্যে বলে, এগিয়ে গিয়ে পিছিয়ে যায় 
মানুষের দোষ নয় 
মানুষ বদলায়। 
.
আমার হৃদয়ের এক্সরে প্লেটে রাখা অজস্র নারী মুখ
সময়ের মুখ, 
খবর আছে আমার কাছে আল্পসে বরফ জমে আজকাল 
আর আখরোটে জমা থাকে বিষন্নতা। 
সব প্রশ্নের অদ্ভুত উত্তর মানুষ সাজিয়ে নেয় নিজের মতো করে
কিছু মনিষীদের উচ্চারিত শব্দদের পদলেহন করে
সময় বাঁচতে শিখিয়ে দেয় অস্থিরতার নামে। 
.
সময় বদলায় 
বদলায় না নারী পারদে বাস করা একলা বিষন্নতা, 
অর্ধ উন্মাদ প্রেম এ শহরে খুঁজে নেয় একলা শহর 
এখন প্রশ্ন হলো? 
ভালোবাসা কি সময়ের সাথে ঘড়ির কাঁটা
নাকি ঘড়িটায় থেমে নিজের মতো করে। 
আমি পাগলের চোখে কবিতায় খুঁজি একলা শহর
নিজের মতো করে শহরের পথে ঘাটে দেখি হাজারো চরিত্র
আর দেখি 
অপেক্ষা শুধু একটা শব্দ নয় 
বিশ্বাস 
কারণ জীবনের পথে বিশ্বাস বাঁচার আরেক নাম। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...