Wednesday, December 28, 2022
ক্যালাইডোস্কোপ
স্টেথিস্কোপ
Wednesday, December 14, 2022
দূরে কোথাও
Sunday, December 11, 2022
পালক মানুষ
পালক মানুষ
... ঋষি
It is true that people want to forget old touches
Yet they keep coming back
Maybe they want to live.........
প্রথম যেদিন কোনো অনুষ্ঠানে প্রাইজ পেয়েছিলাম
একটা আলাদা অনুভূতি ছিল
প্রথম যেদিন প্রেমিকার ঠোঁটে চুমু খেয়েছিলাম
সেদিনও আলাদা অনভূতি ছিল
যেদিন প্রথম নিজের সন্তানের মুখ দেখেছিল
সেদিনও একটা অনুভূতি বুকের ভিতরটা আঁকড়ে ধরেছিল।
.
আজ এতগুলো বছর
আজ এত সব সম্পর্ক ,এত সব উৎসব ,এত আয়োজন
সবকিছু ভিতর ভিতর কোথাও স্পর্শ করে
হয়তো করে না
তবুও বুকের ভিতর কি যেন একটা আঁকড়ে ধরে
অকারণে অভিমান ,না আনন্দ
চোখের পাশটা ভিজে যায়।
.
ছোটবেলায় মায়ের বুকে জড়িয়ে ধরা
পরীক্ষায় ভালো করে পাশ করায় নতুন সাইকেল
প্রথম কোনো নারী শরীর ,অবাক হওয়া
প্রথম কোনো বৃষ্টির দিনে তোমার হাত ধরে হাঁটা
প্রথম সিগারেট
সব কেমন বুকের ভিতর এক একটা অনভূতি ,
মানুষ বোধহয় অনুভূতির শব্দকোষ
কিছু স্পর্শ অকারণে হঠাৎ আনমনে এখনও কাঁদায়
কিছু হাসায়
কখনো বন্ধু ,কখনো প্রেম ,কখনো নারী ,কখনো সুখ
সব যেন ভীষণ অসুখ ,
ক্ষুধা ,তৃষ্ণা ,ক্ষত ,প্রিয়জন ,প্রিয়মুখ সব ভুলতে চাই
সব ভুলতে চাই
কোনো স্পর্শও না ,আর অনুভূতি না
একটা মানুষ ,শুধু একটা মানুষ
সমস্ত গাণিতিক জ্যামিতির পরে একলা পালক মানুষ।
Thursday, December 8, 2022
রাক্ষসের গল্প
রাক্ষসের গল্প
,,,, ঋষি
.
এটা একটা রাক্ষসের গল্প
সবাই পালাচ্ছে ,সবাইইইই ..............
কেউ আগলে রেখেছিল একটা ছোট্ট শৈশব বুকের ভাঁজে ,
কিন্তু শৈশব আজ যৌবনে
সবার মতো সময় টের পাচ্ছে অথচ কেউ টের পাই নি আগে
বাচ্চাটা রাক্ষসের ছিল।
.
আলবাত একটা প্রহসন
সবাই আমি খেঁজুরের গল্পে নিজের সুরক্ষা বলয়ে আবদ্ধ
কেউ কেউ এক ছড়া বন্দুকের বুলেট
কানে পাশ ঘেঁষে চলে যায়
সকলে পালাচ্ছে ,সকলে পালায়
আমি বারুদের গন্ধে আমার সিসের ঘরে বুক পোড়াই ।
.
রাম ,রহিম আর জেসাসের গল্প
উত্তর সহজ
থাকতে হলে থাকো ,না হলে রাস্তা মাপো ,
আমি ঈশ্বর বিশ্বাসী নই
তাই শয়তানের থানে নিজের রক্তে নিজেকে বলি দিয়ে আসে
হাসতে থাকি
সকলে পালাচ্ছে ,পালাক
সত্যি হলো এই শহরটা একটা রাক্ষস পুরী
অথচ
রাক্ষসগুলো মায়াবী মানুষ।
Wednesday, December 7, 2022
এত ছটফট করছো কেন
এত ছটফট করছো কেন
... ঋষি
.
নিঃশব্দরা নিস্তব্ধ হলে
মনের কোটরে অনির্দিষ্ট দীর্ঘশ্বাস ,
বাঁচা সেটা নয় যা তুমি স্বপ্নের ওপারে একলা দাঁড়িয়ে দেখো
বাঁচা সেটা যেখানে তোমার মানুষটা তোমার পাশে দাঁড়িয়ে বলে
অনেক বেলা হলো এইবার বাড়ি ফিরতে হবে
সত্যি বাঁচা শব্দটা আশ্রয়হীন বটে
তবে পরিপূর্ণতায় বাঁচার নিশ্চয় একটা বাড়ি আছে।
.
অদলবদল ধরণ
নিরছন্ন উৎকর্ষতা ছড়িয়ে পরে শীতের রৌদ্র ,
মন কেমনে বেলা পেরিয়ে একলা রৌদ্রে দুটি শালিখ উড়ে এসে বসে ,
বিষন্নতায় বেজে ওঠে একলা মুঠোফোন
রিংটোন টা আমার প্রিয়
অনুপমের সেই গানটা "এত ছটফট করছো কেন ?"
.
কি করণীয় ?
কেন যে বুকের ভায়োলিনে আজকাল একলা থাকার রোগ ,
কিছু কথপোকথন ,হাজারো দিনের অপেক্ষা
উপন্যাসের শেষ পর্যায় অনেকগুলো অসমাপ্ত গল্প ,
কে কতটা স্বার্থপর ?কে কতটা মায়াবী ?কে কতটা একলা?
এই সব প্রশ্ন থাক আজ ,
আজ শুধু প্রশ্ন সব নিঃশব্দদের
তারাও ভাষা খুঁজেছে
খুঁজছে প্রশ্রয় এই ছড়ানো রৌদ্রমাখা একলা সকালের বিছানায়
ঘুম আসছে না
তোমার জ্বরের কবিতায় আজ শুধু অপেক্ষা।
Tuesday, December 6, 2022
প্রহসন
প্রহসন
... ঋষি
.
সমস্ত চলে যাওয়ার পরে
মানুষগুলো গিয়ে দাঁড়ায় সময়ের ধারে একলা নদীর পাশে
প্রশ্ন করে নিজেকে
সত্যি তো ? সত্যি ছিলাম তো ? না কি !
.
অদ্ভুত এক আহরণ নিয়ে রোজ দিন কাটানো
মানুষ জানে না তার আগামী ভোর
মানুষ জানে না সময় অন্তরে কিছু প্রহসন কিংবা আয়োজন
কোনটা দরকারি ?
দীর্ঘশ্বাস মানুষের বুকের পাতালে অজস্র জলছবি
মানুষের পায়ের ছাপগুলো বুকের উপর শব্দজট।
.
কথার পর কথা সাজিয়ে আমরা দাঁড়িয়ে
মাঝে মাঝে মনে হয় মানুষ কি শুধু কথাদের ঘর করে,
কথার বাইরে কি আমরা কি মহাসমুদ্রে ভাসতে থাকা সেই একলা নৌকো
যার মাছ ধরার জালে শুধুই কথা।
আমার বিশ্বাস ছিল মানুষ ঘর করে শধুমাত্র নিজের সাথে
আমার বিশ্বাস ছিল মানুষ কথা বলে শুধুমাত্র নিজের সাথে
আয়নায় দাঁড়ানো তোমার মুখটা আমার মতো দেখতে
কেউ আলাদা নই ,
শুধু মিলেমিশে দিন কাটানো
একটা প্রহসন
একটা আয়োজন
মানুষের চোখের পাতায় আজও স্বপ্নের বাস
একলা নিশ্বাস
মানুষগুলো বোধহয় বাঁচতে ভুলতে চায়।
Friday, December 2, 2022
রোজ
বোকা হিম্মত
বোকা হিম্মত
......... ঋষি
হিম্মত আলী মারা গেছে
দুদিন নিখোঁজ থাকার পর তার পচা ,গলা দেহটা পাওয়া গেছে হাঁসখালির খালে
সবাই জানতো লোকটা ভালো ছিল
সবাই জানতো লোকটার সাহসের কাছে যমও মাটি আঁকড়াতো
আমি হিম্মত আলীকে চিনি
আপনারাও তাকে চিনতে পারবেন জিভকাটা হিম্মত আলী ডাকতো সবাই ।
.
হিম্মত কোলমাইনে কাজ করতো
সেইবার শ্রমিকদের ঠিক পারিশ্রমিক না পাওয়ায় সে স্ট্রাইক করেছিল কোলমাইনে
সে সেদিন চিৎকার করছিল বুর্জোয়া নিপাত যাক
আমাদের দাবী মানতে হবে ,
সেই কোলমাইনে সেই দাবী মানা হয়েছিল কিনা জানি না
কিন্তু সেই রাতে কিছু দুষ্কৃতী তার জিভ কেটে তাকে ফেলে রেখে যায় কারখানার গেটের সামনে।
.
হিম্মত তবুও হারে নি
তার কোলমাইনের চাকরিটা চলে গেছিল বহুদিন ,
সে রাস্তার পাশে একটা ঘুগনি ,পাউরুটি ,চা ডিমটোস্টের দোকান খুলছিল
একলা মানুষ বেশ চলছিল
ব্যবসাও তার জমে যাচ্ছিল ধীরে ধীরে।
একদিন এক পার্টির ছেলে এসে হিম্মতকে বলে দোকান তুলে ফেলতে হবে
দুদিন সময়
এখানে পার্টি অফিস হবে।
হিম্মত সেদিন ছুটে গেছিল থানার দারোগার কাছে
দারোগা সব শুনে তাকে বলে তোমার ওই নাড়ানিতে কিছু বুঝছি না বাপু
তুমি লিখে দেও
কোলমাইনে খাটা নিরক্ষর হিম্মত কি লিখবে ?
হিম্মত ফ্যালফ্যাল করে চেয়েছিল দারোগার মুখের দিকে।
কিন্তু ডরাই নি সে
সেই রাতে হিম্মত জানতো আজ তার দোকান ভাঙা হবে
তাই সে দোকানেই ছিল,
গোটা দশেক ছেলের সামনে সে একলাই রুখে দাঁড়িয়েছিল
সে বেঁচে থাকতে তার দোকানে কেউ হাত লাগাতে পারে নি
কিন্তু শেষে হিম্মতকেও হিম্মত হারাতে হলো
এই পৃথিবীতে প্রতিটা সত্যের হিম্মতের দাঁত সময় হাতুড়ি দিয়ে ভাঙে
শ্রমিকের হাতুড়ি সত্যি হলেও তা শুধু আজ অভিধানে থাকে
মানুষকে সময়ের কাছে প্রতিবারই হিম্মত হারতেই হয়।
.
থানার দারোগা হিম্মতের শরীর সারজেমিনে এলো
পানের পিক মাটিতে ছুঁড়ে রিপোর্টে লিখতে বললো আননোন বডি
তারপর পুলিশের জিপে উঠতে উঠতে ড্রাইভারকে বললো
হিম্মতটা বড্ড বোকা ছিল।
Thursday, December 1, 2022
সেই দিনও
বাড়ি
হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ আমাদের আরও কাছে আনে , ...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...