Wednesday, October 30, 2024
গালাগাল
Tuesday, October 29, 2024
জারজ
ব্ল্যাকহোল
রাস্তার শেষ দেখা যায় না
গন্তব্য সেও ঘড়ির কাঁটার মতো বিরক্তিকর ইদানীং
ধুলোর মাঠ, কালবৈশাখী ,একলা বৃষ্টিতে অভ্যস্ত জীবন
মানুষ নেই, আমিও নেই
শুধু তুমি আছো ধারালো ছুড়ির মতো অপেক্ষায়,
তোমার বাড়ির দরজায় বারংবার ধাক্কা খেয়ে ফেরা
যেন কাঁচ ভাঙা কিন্তু জোড়া লাগে না।
.
অন্ধকারের ভেতর কোথাও তুমি ছিলে
আমি জানি অন্ধকার আসলে আলোর না থাকা,
তবু শব্দ শেষ হয়, ফসল উঠে যায় সময় মতো ঋতুতে
তবুও তুমি ফিরেও ফেরো না।
তোমার মুখের ছায়া আমার মধ্যে থেকে যায়
অথচ বাতাসের ছায়ায়, হাওয়ার বুকের নীচে ছেঁড়া পকেট
সেখানে তোমার কোনো ফেরা নেই।
.
আমি সাজিয়ে গুছিয়ে নিজেকে মিথ্যা বলি
মিথ্যা বলা অপরাধ নয়
অপরাধ নয় নিয়ম করে যুদ্ধ থেকে হেরে ফেরা প্রতিদিন
কারণ নিজের সাথে যুদ্ধ করাটা একটা আর্ট
যেখানে উল্টো দিকে তুমি এক ব্ল্যাকহোল।
অন্ধকারের ভেতর তোমার ছায়া পড়ে
ছায়ার ভেতর আমি দেখি তোমার ছলছলে দুটি চোখ
যা আমাকে ঋণী করে যায়,
তুমি ভাবো, বড্ড বেহায়া আমি তাই ফিরি বারংবার
আর আমি জানি আমি ফিরি কারণ
পথ আর গন্তব্য দুটোই ইদানীং বড্ড ছটফট করে।
.
ব্ল্যাকহোল
... ঋষি
Saturday, October 26, 2024
আমি বেঁচে
আমার চারিদিকে এত শব্দ প্রায় স্বপ্ন দেখি আমি শব্দের মধ্যে দিয়ে হেঁটে চলেছি এগিয়ে চলেছি কবিতার বইয়ের পাতায় যেখানে ভাবনারা কল্পনা থেকে তুলে আনে রঙিন মানুষ কিন্তু কবিতার শব্দদের কে যে দেয় রঙ? কে যে দেয় মুগ্ধতা এই ইট, কাঠ, পাথরের জীবনে। . মাঝে মাঝে ভাবি পৃথিবী যদি গোলাকার না হলে কি হতো তাহলে কি কেউ আর ফিরতে পারতো না, তাহলে কি ফিরে আসার অপেক্ষায় রাতের নক্ষত্র দেখবে বলে কেউ কিনতো না আর টেলিস্কোপ? কিংবা কবিতার বইয়েরপাতার ডলফিনটির মত দিত না কেউ নীল জল থেকে বহুদূরের ডাক? . প্রায় স্বপ্ন দেখি খালি পায়ে জ্বলন্ত কাঠকয়লার উপর দিয়ে হাঁটছি যাব আমার পাশে আলতা পায়ে হাঁটছে কবিতা নামে সেই মেয়েটা তার পায়ের মত আমার পায়েতেও ফুটেছে লাল রঙ সেই আভায় ভরে যাচ্ছে আমার সন্ধ্যে হয়ে আসা ঘর। মাঝে মাঝে ভাবি আমার ঘরের দেওয়াল জুড়ে হাজারদুয়ারী লিখবো কখনো পেনসিলে, কখনো রক্তে কখনো ছবিতে, কখনো গানে কখনো ভালোবেসে,কখনো বা দ্রোহে লিখবো মানুষের কবিতা, তোমার কবিতা বৃষ্টির নিষ্পাপ রঙহীন শব্দে লিখে দেবো সময়ের কবিতা। তারপর কান পেতে শুনি শব্দদের এরা কেউ আমার কাছে কোলাহল নয় সব যেন এক একটা না জন্মানো কবিতা কিংবা উপস্থিতি আমি বেঁচে।
.
আমি বেঁচে
..ঋষি
মুগ্ধ অনুরাগ
ছেলেটি মেয়েটিকে বলেছিল ভালোবাসি মেয়েটি বলেছিল রাজি তারপর বেলা গড়ালে, আটপৌরে হাওয়ায় উড়তে থাকা মন কিন্তু কতক্ষণে ? হায় রে প্রেম ! হায় রে মুগ্ধ অনুরাগ ! ভালোবাসা আজ বিছানা,বালিশ, শরীর ছাড়িয়ে পুরাতন কোন চমক নেই, কখন যেন একটা অভ্যেস পথ ভুলে নিয়ম হয়ে যায়। . মেয়েটি ছেলেটিকে বললো এই প্রেম চেয়েছিলে বুঝি ?গোনাগুনতি নিঃশ্বাসের জীবন ? শহরের রাস্তায় বারংবার বিষ জমানো বুকে আজ বেঁচে থাকা, খানিক আগেই,আশা অনুরাগে আকাশের পেঁজা তুলোর মতো মেঘ ভীষন বৃষ্টি মধ্যবিত্ত ফুটো ছাদের চাঁদ, প্রেম জানলা গলে যায়। . জীবনের আলখাল্লার গায়ে অসংখ্য ছেদ সেখানে বেহিসাবি প্রেম অগোছালো হতে হতে,এখন নিরুদ্দেশ এখন দিগন্ত বিস্তারি মাঠে অদ্ভুত বিষণ্ণ কোনও আলো আঁধারিতে ছেলে মেয়ে দুটি হাত ধরে হাঁটে, হাত ধরতেই হবে সেটা কথা নয় কথা হলো ভালোবাসলে হাত ধরতে হয়। ছেলেটি মেয়েটিকে বলেছিল ভালোবাসি আজ পশ্চিমে কালি মেঘে হঠাৎ মেয়েটা চিৎকার করে উঠলো তোমাকে ভালোবেসে জীবনটা শেষ হয়ে গেল কি পেয়েছি আমি? ছেলেটা মধ্যবিত্ত দেওয়ালের ক্যালেন্ডারের দিকে তাকিয়ে ভাবলো এ মাসের মাইনে পেতে অনেকটা দেরী। . মুগ্ধ অনুরাগ ঋষি
Thursday, October 24, 2024
আরেকটা নষ্ট কবিতা
Friday, October 18, 2024
মৃত্যুদন্ড
তুই পায়(২)
স্পর্শ নয়
Thursday, October 17, 2024
আমার কবিতা তুমি
Monday, October 14, 2024
এক নগ্ন বিসর্জন
বাড়ি
হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ আমাদের আরও কাছে আনে , ...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...