Tuesday, October 29, 2024

জারজ

সমস্ত দৃশ্য আর অদৃশ্যের মাঝে এক দেওয়াল
কবিতারা যেন কবুতর ছটফট করে 
আলো 
আলো
আলো
অথচ মৃত বৃহন্নলার ঘরে শরীর আঁকড়ায় 
হাঁটু গেড়ে বসে কিছু প্রাচীন স্বভাব। 
.
অভাবের ঘরে স্বভাব
খাঁচার ভিতর অচিন পাখি নীল আকাশে গায়ে
কবিতার দেওয়াল থেকে রোদচশমার আড়ালে
বয়স নিমন্ত্রন,
নিমন্ত্রন পুরনো ফুসফুস ঘেঁষে সিগারেটের দোষ
সময় এখানে বারুদের ঘরে বেঁচে থাকা
আর তোমার ঘরে শ্মশানের চিতা কাঠ। 
.
দৃশ্য অদৃশ্য খুঁজে ভালো আছি
ভালো আছি একটা রোগের মতো কিছু কাঠবেড়ালি যেন
সুস্থতা খুঁজি,খুঁজি তোমার ঠোঁটে হাসি
আর সমস্ত সংক্রমনের পরে বেঁচে থাকা
ভালো থাকা একটা রোগ। 
স্পিডমিটার ছুঁয়ে ১০০ কাঁটা পেড়িয়ে আগুন জ্বলে
বুকের ভিতর নিকোটিন ক্রমশ নির্ভরশীলতা
আমার প্রতিটা মৃত্যুর দায় তোমার,
সাদা পাতায় শান্তি ছাড়িয়ে একজোড়া কবুতর 
ছটফট করে
অথচ জীবনের এক্সরেপ্লেটে ধরা পড়ে ভালোবাসা জীবিত
কিন্তু তোমার ভ্রুণে আমি জারজ ও মৃত। 
.
জারজ 
... ঋষি 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...